24-02-2024, 07:59 PM
(24-02-2024, 03:38 PM)৴৻সীমাহীন৴ Wrote: ওমাঃ আপনার গায়ে লাগছে কেন?
আমি তো আপনাকে প্রশ্ন করিনি!
প্রশ্ন যারেই করেন না ক্যান, কথা সেইটা না। কথা হইল এই গল্পের পাঠক হাজার হাজার। তারা সবাই একেকটা আপডেট এর জন্য অধীর আগ্রহে বইসা থাকে, এর পরে কি হয়, এর পরে কি হয় সেইটা জানার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আপডেট না পাইয়া বিরক্তও হইয়া যায়।
কিন্তু আপনে মিয়া একটা পর্ব পইড়াই স্টোরি পুরাটা জাইনা ফেলতে চান। বিষয়টা খুবই হাইস্যকর।
স্টোরি পুরাটা বলতে কারো সমস্যা নাই। সমস্যা থাকারও কথা না।
কিন্তু আমি যদি স্টোরি মূল থিম আগেই জাইনা ফেলি তাইলে আমার সেই স্টোরি পড়ারই কি দরকার।