01-02-2024, 07:28 AM
(This post was last modified: 01-02-2024, 07:29 AM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2024, 07:21 PM)Topuu Wrote: খুব সুন্দর আপডেট। নুসাইবার সাথে মাহফুজের যতবার এনকাউন্টার হল তাতে নুসাইবা এতদিনে মাহফুজের প্রেমে পড়ে যাওয়ার কথা। পার্সোনাল অভিজ্ঞতা থেকে জানি মেয়েরা কারো সাথে সেক্স করার পর তার প্রতি আর রাগ করে থাকতে পারে না। এখন হাওড়ের বাকি সময়টা নুসাইবা আর মাহফুজের মধুর প্রেম দেখতে চাই।
(28-01-2024, 08:09 PM)Topuu Wrote: লাস্টের প্যারাটা তাড়াহুড়ো করে শেষ করা মনে হল। আরো সময় নিয়ে সেক্সের পরের অনুভূতিগুলো, দুজনের মধ্যে খুনসুটি বা একে অপরের প্রতি আবেগগুলো প্রকাশ করা যেত৷ এই প্যারাটা হয়ে গেছে রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো। শেষ হয়েও হইলো না শেষ।
ভাবনাটা একান্তই ব্যক্তিগত। আপনার চিন্তাধারাকে সম্মান করি।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। মেয়েদের মন জানা দেবাতাদেরও অসাধ্য, ফলে সেক্স যদি একমাত্র উপায় হত তাহলে আর জামাই বউদের মাঝে আর ঝগড়াঝাটি হত না। যাই হোক দেখা যাক নুসাইবা মন কি বলে সামন।
লাস্টের প্যারাটা ইচ্ছা করেই দ্রুত শেষ করেছি। আপনার মন্তব্য আর দুই একজনের মন্তব্যে বুঝলাম আমি যে কারণে এই প্যারাটা ছোট করেছি সেটা অনেক পাঠক কে বুঝাতে আমি স্বক্ষম হই নি। অনেক দিন ধরে যদি কাউকে চান বা কার প্রতি যদি আপনার দুর্নিবার আকর্ষণ গড়ে উঠে তাহলে দেখবেন প্রথম প্রথম তার সাথে সেক্সের সময় আপনার নিজের উপর ফুল কন্ট্রোল থাকবে না। এই ব্যাপারটা আমি পুরো সেক্স সিনে বুঝাতে চেয়েছি। মাহফুজের ভিতরে কিছুদিন ধরে গড়ে উঠা আকর্ষণ ওর সব বাধ ভেংগে দিয়েছে। ফলে পেনিট্রেশনের পর সব কিছু বেশ দ্রুত হয়েছে। আর সেক্সের পর সব সময় কি আর মিষ্টি মিষ্টি কথা হয়। সেক্সের তীব্রতা বেশি হলে রাগমোচনের পর প্রচন্ড ক্লান্তি আসে। তখন বরং যেভাবে বললাম সেইভাবে অক্টোপাসের মত পরষ্পর কে জড়িয়ে ঘুমের রাজ্যে হারানোর মত মিষ্টি কিছু আর হয় না।
আবারো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।