24-01-2024, 11:27 PM
(24-01-2024, 11:06 PM)কাদের Wrote: লেখা অনেকদূর হয়ে গেছে। আর চার বা পাচ পৃষ্ঠা লিখতে হবে। আনুমানিক আর চার সাড়ে চার ঘন্টার কাজ। গত দুই দিন ধরে অফিসের কাজে ঢাকার বাইরে সাইট ভিজিটে যেতে হয়েছে তাই লেখার সুযোগ হয় নি। আমি জানি সোমবার লেখা দিব বলেছিলাম তবে অপ্রত্যাশিত ভাবে ঢাকার বাইরে যাবার কারণে লেখা শেষ হয় নি। আশা করি সামনে দ্রুত সময় করে লেখাটা দিয়ে দিব।
আর যারা এই সময়টা অপেক্ষা করেছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সাথে থাকুন আশা করি আপডেটে হতাশ হবেন না।
সমস্যা নাই ভাইয়া।