15-01-2024, 05:07 PM
(15-01-2024, 12:35 PM)কাদের Wrote: এত পাঠক পড়বে এটা আসলে আমি নিজেও ভাবি নি। আর নিয়মিত থাকার চেষ্টা করি ব্যস্ততার মাঝেও। আর বন্ধু গল্পটা এই গল্প শেষ হলে হয়ত শুরু হবে।
বন্ধু শুরু করবেন এই আশায় এটা শুরু করেছিলাম । কিন্তু দেখেন এটাও বন্ধুর থেকে কম কিসে !
তবে আপনার হাতের প্রশংসা যতই করি কম । আমরা বিশেষ করে আমি চাই আপনি মূলধারার লেখাতেও কিছু কন্ট্রিবিউট করতে পারেন । পরিচয় লুকিয়ে হলেও ? । অবশ্য সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর । আপনার লেখা কে কোনো অংশেই কম কম মনে হয় নি ?