15-01-2024, 12:39 PM
(09-01-2024, 06:30 AM)xxxyyylove Wrote: অনেকগুলো সম্ভাবনা চিন্তা করেছিলাম যার একটি ছিল নুসাইবা হয়ত লন্ডন যেতে পারবেনা। কিন্তু তাই বলে একেবারে হাওরের মত একটা লোনলি এন্ড রোমান্টিক প্লেসে পাঠিয়ে দিবেন ভাবিনি।
পূর্নিমার রাতে হাওরে নৌকার গলুইয়ের উপর শুয়ে নুসাইবা তার ভবিষ্যৎ পরিনতির কথা ভাববে। আর মাহফুজ হয়তো ওয়ে আউট অব দা সিচুয়েশন নিয়ে চিন্তা করবে। নুসাইবার এই বিপদের জন্য যদিও মাহফুজ অনেকটা দায়ী। পত্রিকার রিপোর্ট থেকে শুরু। মাহফুজ কিভাবে এই বিপদ থেকে নুসাইবাকে উদ্ধার করে এবং কিভাবে দুজনের ভালবাসা জমে উঠে দেখার অপেক্ষায়।
হাওড়ের পাড়ে কি হয় সেটা আমিও দেখার অপেক্ষায়