14-01-2024, 10:55 PM
(14-01-2024, 12:19 PM)কাদের Wrote: আজকে গল্পের এক বছর হল। এক বছরে ২৮টি পর্ব এসেছে। এই আটাশ পর্বে দুই লক্ষ বিরাশি হাজার শব্দ লেখা হয়েছে। নরমালি বাংলা উপন্যাস বা গল্পের বইয়ে ৪০০/৪৫০ শব্দের মত থাকে এক এক পৃষ্ঠায়। সেই হিসাবে খুব কম লেখা আসে নি এই বছর। সামনের সময়টাতেও এক গতিতে লেখা দেবার চেষ্টা করব। এই সাপ্তাহটা একটু ব্যস্ত আছি। তাই সাপ্তাহান্তের ছুটিতে নতুন উদ্যোমে লেখায় হাত দিব। সেই পর্যন্ত সাথে থাকুন। আর এই এক বছর পাঠক হিসেবে সাথে থাকায় আপনাদের ধন্যবাদ।শুভকামনা রইল। এরকম মন ভরানো লেখা নিয়ে এগিয়ে চলুন। ভালবাসা অবিরাম