14-01-2024, 10:53 AM
(06-01-2024, 03:23 PM)সমাপ্তি Wrote: কি থেকে কি হয়েগেল... জাস্ট ওয়াও,
জখন নুসাইবা বিমান বন্দরের ভিতরে ডুকে গিয়েছে তখন মনে হয়েছে এই বুঝি নুসাইবা চোলে গেল।
আবার চমক জখন মাহফুজের কাছে মেসেজ আসলো তখন মনে হচ্ছিল,, এই বুঝি নুসাইবা ধরাখেল মুন্সীর হাতে,, তখন বুকের ভিতরে ধুকপুক শুরু হয়েগেল। তখন কয়েক লইন না পোড়ে টেনে নিচে গিয়ে আগে পড়লাম নুসাইবা ধরা খেল কিনা। জখন দেখলাম না, নুসাইবা মাফুজের কাছে চোলে এসেছে, তখন হার্টবিট কমলো। তখন আবার উপর থেকে পড়তে শুরু করলাম।
মনে হচ্ছিল নুসাইবা না আমার আপন জন কেউ ফদে পোরে জাচ্ছে।
আপনার তুলনা আপনি নিজেই লেখক সাহেব।
আপনাকে হাজার সালাম।
তবে লেখক সাহেব আপনার কাছে পাঠক হিসেবে একটি চাওয়া,, নুসাইবা জেন মাহফুজের কাছে নিজেকে বিলিয়ে দিবার জন্য জেন নিজেই পাগল থাকে। বার বার জেন নুসাইবারই মাহফুজকে পাবার জন্য মরিয়া থাকে এবং তাদের মিলন জেন সুন্দর এবং কামুকি হার্ডকোর হয়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
ধন্যবাদ। সব হবে। তবে নুসাইবার যে চরিত্র এতদিন ধরে বিল্ড করা হয়েছে সেটা যদি এক মূহুর্তে ভিন্ন আচরণ শুরু করে তাহলে আপনি পাঠক হিসেবে পরে ভাববেন গল্পটা নষ্ট হয়ে গেল। সাথে থাকুন সব হবে ধীরে ধীরে।