11-01-2024, 12:08 PM
(11-01-2024, 11:59 AM)nusrattashnim Wrote:"আর নুসাইবা যেন আরেক পিস। সামান্য ব্যাপার নিয়ে খুত খুত করে ঘন্টার পর ঘন্টা নষ্ট করাচ্ছে, অন্যদের সামনে খারাপ ব্যবহার করে পরে বলছে নিরপেক্ষতা দেখানোর জন্য এটা করতে হচ্ছে। ভন্ডামী সব। আর এখন? সামান্য এক লেমনেডের জন্য সবার সামনে এত অপমান। এত কথা শোনানো। নিজেকে ছাড়া আর কাউকে মানুষ মনে করে না। কিসের এত দেমাগ। কিসের এত অহংকার। মাহফুজের মাথা দপ দপ করছে। কিছুতেই ভুলতে পারছে না অপমান। মাথার ভিতর ঘুরছে খালি একটা লাইন-সব ইয়াদ রাখখা যায়েগা, সব কুছ ইয়াদ রাখখা যায়েগা।"
(আপডেট ১৯)বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহে মাহফুজ মেইবি অতীতের সেই কাহিনিগুলা সম্পর্কে কিছুটা বিস্মৃত হয়ে গেছে। এখন সব তার মনে করা উচিত। পইপই করে হিসেব নিতে হবে সবকিছুর। নুসাইবার বাংলাদেশ ব্যাংকের ভোল্টরুপী পাছায় একেবারে সিল মেরে দিতে হবে মাহফুজের।
হবে মামা হবে সব হবে । এজন্যই তো নুসাইবা কে একদম নির্জন জায়গায় নিয়ে গেছে যেখানে তোর দেমাগ কাজ করবে না