09-01-2024, 02:25 AM
(This post was last modified: 09-01-2024, 02:33 AM by nusrattashnim. Edited 2 times in total. Edited 2 times in total.)
বিশ্বাস, কমিটমেন্ট, কেয়ার, জবাবদিহিতা এ সবকিছুতে সৎ থাকার প্রতিজ্ঞা নিয়েই আরশাদ আর নুসাইবার সংসার। ক্যাডার হিসেবে ক্ষমতার স্বাদ, সম্মান; এর পাশাপাশি আছে নুসাইবার মত স্বর্গীয় রমণীর দৈহিক সুধা পানের তৃপ্তি। এসবের পরেও, বিত্তের মোহে আক্রান্ত হবার কথা তো ছিলো না। কিন্তু, বাস্তব কি তাই বলে? প্রতিশ্রুতি, সে কি কেবল ভঙ্গ করবার জন্যই? সাহস করে এসবের জবাব তো চাইতেই হবে। জানতে হবে, ঠিক কোন অপূর্ণতাকে পূর্ণতা দিতে আরশাদ আর নুসাইবার আজকের এই দূরত্ব? কাজটা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটাই মাহফুজ করতে চায় নির্ভয়ে।
মাহফুজের নুসাইবা নাকি নুসাইবার মাহফুজ, সমীকরণ জটিল হচ্ছে ক্রমশ। কিন্তু নুসাইবার আয়নায় কতটা প্রতিফলন মাহফুজের? সমীকরণে মাহফুজের অবস্থান কোথায়? নুসাইবাকে নিয়ে কেনো এত বিপত্তির দেয়াল? সমাধানের পথ কী, কতদূরে সেই পথ? সেই নুসাইবাকে নির্ভীক, নিরপেক্ষ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জে। হাওড়ের স্বর্গীয় আবহে !!!