07-01-2024, 02:05 PM
(This post was last modified: 07-01-2024, 02:09 PM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-01-2024, 01:34 PM)sudipto-ray Wrote: স্পেশাল একটা আপডেট ছিল এটা। যৌনতা ছাড়া একটা আপডেটকে কি করে স্পেশাল করতে হয়, সেটা আপনি ছাড়া অনেকেই পারবে না। একটা কথা বলি, গল্পের ডিটেইলসটা একটু বেশি হচ্ছে না???? যেটাকে ওভার ডিটেইলিং বলে। এতকষ্ট করে লেখেন, ডিটেইলিংটা আরেকটু কম হলে, গল্পে আরো ঘটনাক্রম এড করতে পারতেন।
অনেকতো অশান্ত পরিস্থিতির সম্মুখীন হলো তারা। এবার সুনামগঞ্জের হাওড়ে কিছুটা সময় একান্তে কাটাক মাহফুজ ও নুসাইবা।
আপনার মন্তব্যের ব্যাপারটা আমি শেষ কয়েক পর্ব ধরে ভাবছি। আইডিয়াল সিচুয়েশনে আমি আমার মত করে, মানে এখন যেভাবে লিখছি সেভাবে লিখতে চাই। তবে আসল ব্যাপার হল লেখক হিসেবে আমাকে আমার সীমাবদ্ধতা সম্পর্কেও ধারণা রাখা উচিত। এই মূহুর্তে আমার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল সময়। প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন সামলিয়ে যথেষ্ট সময় বের করাটা একটা কষ্টসাধ্য কাজ হয়ে যাচ্ছে। সেখানে এইভাবে ডিটেইলিং করে লিখতে গেলে আর সময় লাগবে প্রচুর। পাঠকদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় লেখা যখন একটা বড় বিরতিতে আসে। সেটা এড়ানোর জন্য যেটা করা যায় লেখার ডিটেলিং কমিয়ে ঘটনা প্রবাহ বাড়ানো। অথবা আমি এখন যেই সাইজের আপডেট দেই তার থেকে ছোট সাইজের আপডেট দেওয়া ফলে আর দ্রুত দিতে পারব। আবার ডিটেলিং কমিয়ে দিলে লেখায় আপনি পাঠক হিসেবে যতটা সম্পৃক্ত হতে পারবেব সেটা হবার সুযোগ অনেক কমে যাবে। আসলে এইটা এই মূহুর্তে আমার জন্য লেখক হিসেবে নো উইন সিচুয়েশন। ডিটেলিং কমালে গল্পের মান পড়বে আবার ডিটেলিং ধরে রাখলে গল্প শেষ করতে অনেক সময় লেগে যাবে এবং এই দীর্ঘ সময়ের কারণে অনেক পাঠক লেখায় আগ্রহ হারাবে।
তাই ভাবছি দেখা যাক মন শেষে কোন দিকে নিয়ে যায়।