05-01-2024, 12:53 AM
(This post was last modified: 05-01-2024, 12:59 AM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
আপডেট ২৮
ক
হিট অফ দ্যা মোমেন্টে মানুষ অনেক কিছু করে। ঝগড়া করে, প্রেমে পড়ে, খুন করে। সেই হিট অফ দ্যা মোমেন্টের যে এড্রোলিন রাশ মানুষের চিন্তা কে ঘোলা করে দেয় সেইটা কমে গেলে অনেক সময় মানুষ তার সেই সময়ের কাজটা কে বিশ্লেষণ করে। হিট অফ দ্যা মোমেন্টে যেমন অন্ধ আবেগ কাজ করে ঠিক তেমনি পরে এড্রোলিন রাশ কমে গেলে লজিক কাজ করে। নুসাইবা এখন তেমন করে ভাবছে ওর জীবনের লাস্ট এক ঘন্টা কে। এক ঘন্টা আগে আসার সময় এয়ারপোর্ট রোর্ড বেশ ফাকা ছিল আর সাথে সব সিগনাল গ্রিন পেয়েছে। আর এখন এক ঘন্টা পর গাড়ির পরিমাণ বেড়েছে সাথে সিগনাল গুলোতে আটকে থাকতে হচ্ছে। হালকা গতিতে গাড়ি চলছে আবার কিছুক্ষণ থেমে থাকছে। এর মাঝে নুসাইবার মাথায় সব চিন্তা চলছে। গত এক ঘন্টার কোন অর্থ বের করতে পারছে না নুসাইবা। বাসা থেকে বের হতে পারার পর মাথার ভিতর যে উচ্ছাস চলছিল সেটার কোন তুলনা ছিল না। মনে হচ্ছিল সত্যিকার অর্থে মুক্ত হতে পেরেছে। এরপর গাড়ির ভিতর যখন মাহফুজ কে দেখল তখন ওর মনে কোন অবিশ্বাস ছিল না যে আজকে মুন্সী বা ম্যানেজার কিছু করতে পারবে না। বিভিন্ন প্রসংগে নানা সময় আরশাদ যখন বলেছিল মাহফুজ ছেলেটার মধ্যে বুদ্ধি আছে, সাহস আছে। প্রথমে বিশ্বাস করে নি। পরে সেই আরশাদের পিছনে গুপ্তচরগিরি করার সময় আর কোন উপায় ছিল না। তখন মাহফুজের সাহায্য নিতে হয়েছিল। তখন এই বিশ্বাস জন্মেছিল মাহফুজের বুদ্ধি আছে। কোন কাজ বুদ্ধি খাটিয়ে বের করার উপায় জানে সামান্য থেকে সামান্য উপায় ব্যবহার করে। আজকের পর এই আস্থাও জন্মেছে যে মাহফুজের সাহস আছে। মুন্সী আর ম্যানেজারের মত লোকের সাথে নাহলে টক্কর দিতে কেউ আসে না। আরশাদের বন্ধু ভয়ে সিধিয়ে গেছে। নিজেদের কোন আত্মীয় স্বজনকেও বিপদে ফেলতে চায় নি নুসাইবা, আর সাহায্য চাইলেও তেমন কিছু করতে পারত তেমন আস্থা নেই নুসাইবার। কারণ বিপদে আপদে ফ্যামিলিতে লোকে হয় তার নাহলে সাফিনা ভাবীর পরামর্শ নেয়। তাই আর কার উপর আস্থা করে নি নুসাইবা। মাহফুজ ওর আস্থার প্রতিদান দিয়েছে। কিন্তু এখন গাড়ি যখন ধীর গতিতে কখন থেমে থেমে সামনে এগুচ্ছে। তখন মনে প্রথমবারের মত একটা ডাউট তৈরি হচ্ছে। মাহফুজের বাসায় ফটোশুটের সময় যা হয়েছে সেটা ঠিক হয় নি। আরশাদ কে জেলাস করতে গিয়ে মাতাল হয়ে দুইজনেই সীমা অতিক্রম করে ফেলেছিল। তবে সেদিন অন্তত চরম বিপদজনক কিছু হয় নি। মাহফুজের উপর তখন রাগ হলেও মাহফুজের কথা ফেলতে পারে নি। কারণ নুসাইবা জানে মাতাল হলে নিজের উপর কোন কন্ট্রোল থাকে না ওর, ওর মাহফুজের নিজের ছিল না। আর ফ্লোরার দোকানের ঘটনাটা যেন অন্যের জন্য গর্ত খুড়লে নিজেই সেই গর্তে পড়তে হয় তার সবচেয়ে বড় উদাহারণ। ফ্লোরা কে জানতে গিয়ে কি এক গল্প বানালো ওরা সেই গল্পের চাপে যেন জান যায় অবস্থা সেদিন। কিছু বলতে পারছে না আবার কিছু সইতে পারছে না। সেদিন মাতাল ছিল না মাহফুজ বা নুসাইবা কেও। তাই সেদিন প্রথমে মাহফুজের চোখে বিস্ময় আর পরে সেখানে যে কামের চিহ্ন দেখেছে সেটা নুসাইবা কে অবাক করে দিয়েছিল।
ব্রা প্যান্টি পড়া অবস্থায় দেখে প্রথমে মাহফুজের চোখে যে বিস্ময় ফুটে উঠেছিল সেটা পড়তে তেমন কষ্ট করতে হয় নি নুসাইবা কে। এর আগের দিন মাহফুজ যখন ওকে ছুয়েছিল তখন সেখানে ব্লাউজ আর পেটিকোটের আড়াল ছিল। ফ্লোরার দোকানে মাহফুজের চোখে তখন সৌন্দর্য দেখে চোখ ধাধিয়ে যাওয়ার মুগ্ধতা ছিল। লজ্জায় একদম মাটিতে মিশে যেতে চাইলেও মনের ভিতর একটা গর্বও হয়েছিল। মাহফুজের মত কম বয়েসী হ্যান্ডসাম ছেলে যে কিনা সিনথিয়ার মত ফ্যাশনেবল মেয়ের প্রেমে পড়ে আছে সে ওর মত মধ্য বয়স্ক নারীর সৌন্দর্যেও বাকহারা হয়ে গেছে। তবে সেই গোপন গর্ব একটু পড়েই আতংকে রূপ নিতে দেরি হয় নি। যখন ফ্লোরা ইন্টেমেসি গেমের নামে নানা ধরনের খেলা শুরু করল। একবার তো নুসাইবার মনে হচ্ছিল ফ্লোরা বুঝি ওকে চিনতে পেরেছে, অন্য একটা ছেলে কে জামাই সাজিয়ে এনেছে তাই এমন শাস্তি দিচ্ছে ওকে। নুসাইবা দাতে দাত চেপে খেলা খেলে যাচ্ছিল। এই খেলার সময় একটা সময় দেখল মাহফুজের চোখের দৃষ্টি পালটে গেছে। মাহফুজের চোখে যে দৃষ্টি সেটা এতদিনের বিবাহিত নুসাইবার চিন্তে কষ্ট হয় নি। কাম। নিখাদ কাম। মাহফুজ যেন তখন কামের ঘোরে চলে গেছে আর কোন কিছুই ওর কাছে তখন মূখ্য না। তাই মাহফুজ যেন ফ্লোরার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে, পারলে আর বেশি করে। সেদিনের পর মাহফুজ কে ভালমন্দ অনেক কথা শুনিয়েছিল। তবে আসল রাগটা ছিল ওর নিজের উপর। মাহফুজের চোখের সেই কামের নেশা ওর শরীরেও যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল। নিজেই অবাক হয়ে গিয়েছিল নুসাইবা। সারাজীবন নিজের আত্মনিয়ন্ত্রণের উপর আস্থা ছিল নুসাইবার। অনেক ছেলে জীবনের অনেক পর্যায়ে নানা ভাবে নানা প্রস্তাব নিয়ে এসেছে। সব এড়িয়ে গেছে সফলতার সাথে। নুসাইবা সব সময় নিজেকে ওয়ানম্যান ওম্যান ভেবেছে। মাহফুজের চোখে সৌন্দর্যের প্রশংসা আর তার উপর কামের আগুন সব যেন ওর নিজের ভিতর আগুন জ্বেলে দিয়েছে। আরেকটা ব্যাপার ছিল ফ্লোরা কে জেলাস করা। সব মিলেমিশে মাহফুজের সামনে সেদিন যা হয়েছিল সেটা কখনোই হওয়া উচিত ছিল না। সেদিন মাতাল হবার মত কোন অযুহাতও ছিল না ওর কাছে। তাই সব রাগ গিয়ে পড়েছিল মাহফুজের উপর। আর আজকের টা কিভাবে দেখবে ও?
গাড়ি জ্যামে হালকা হালকা করে আগাচ্ছে। নুসাইবা সামনে দেখে মাহফুজ মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে ওকে দেখছে। মুখে হালকা একটা হাসি। এই হাসিটা গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। এই হাসির মানে কি? নুসাইবা শুনেছে মাঝ বয়সী মহিলাদের নিয়ে ছেলেদের এক ধরণের ফ্যান্টাসি থাকে। নুসাইবা কি সেই ধরনের কোন ফ্যান্টাসি? সিনথিয়ার ফুফু হওয়ার কারণে সেই ফ্যান্টাসিতে খানিকটা নিষিদ্ধ গন্ধ লেগেছে তাই মাহফুজের কাছে ওর আকর্ষণ বেশী? নুসাইবা ওর শরীরে সেই পুরাতন রাগটা টের পায়। এই রাগে ও পৃথিবী পুড়িয়ে ফেলতে পারে। সাফিনা ভাবী প্রায় সময় বলে এমন রাগ হলে কোন কথা বলবি না নুসাইবা। এই সময় তুই যা বলিস তাতে তোর লাভের থেকে ক্ষতি বেশি হয়। নুসাইবার মনে হয় নিজের জীবনের উপর কয়েক ঘন্টা আগে যে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সেটা এত তাড়াতাড়ি হারাতে চায় না ও। তাই সাফিনা ভাবীর উপদেশমত রাগ কে ভিতরে আটকে রাখে। আর কয়েকটা ঘন্টা। এরপর প্লেন। তারপর লন্ডন। তাই আপাতত এই সমস্যা নিয়ে রাগ করতে চাচ্ছে না। তবে মাথা থেকে লাস্ট এক ঘন্টা ডিলিট করে দিতেও পারছে না। যদি মাহফুজের বাসায় বা ফ্লোরার দোকানে নুসাইবা ভাবে ওর শরীর বিট্রে করেছে তবে সেটা হবে ভুল, কারণ এখন যা হয়েছে সেটা অন্য কোন কিছুর সাথে তুলনা করতে পারবে না। এখন ওর শরীর যেন মাহফুজ কে সহযোগিতা করেছে। অন্য সময় ওর মন যে দূভের্দ্যে দূর্গ গড়ে তুলে আজকে কেন জানি সেটাও পারল না। ওর মনের ভিতর যেন নিজে থেকেই উত্তর দেয় কেন পারলাম না জান না? একটা অমোঘ সত্য নুসাইবা নিজের মন থেকে আড়াল করতে চাইলেও আড়াল করতে পারে নি। সেটা হল মাহফুজের প্রতি আকষর্ণন। মাহফুজের ফিজিক্যাল ফিচার নুসাইবা কে কখনোই ততটা দূর্বল করতে পারে নি। সুন্দরী হিসেবে সারাজীবন নানা পদের ছেলের প্রেমের প্রস্তাব পেয়ে এসেছে। তাই সুন্দর, সুদর্শন ছেলেদের প্রেমের প্রস্তাব ওর জন্য সব সময় খুব কমন ব্যাপার। তাই খালি ফিজিক্যাল ফিচার দিয়ে নুসাইবা কে পটানো সম্ভব নয় কোন ছেলের পক্ষে। নুসাইবার কাছে সব সময় আকর্ষনীয় ছিল একজন ছেলে কতটা আস্থাবান, দ্বায়িত্বশীল। তার ভালবাসার মানুষের প্রতি কতটা যত্নবান। আরশাদের প্রেমে প্রথমত পড়েছিল সেই কারণে। এত বছরের প্রেম আর বিবাহিত জীবনে নুসাইবা তাই অন্ধের মত ভালবেসেছে আরশাদ কে, কখনো সন্দেহ করে নি ওর অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকাচ্ছে। তাই প্রথম যখন সন্দেহ শুরু হল সেটা ওর জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি করেছিল। এই শূণ্যতা নিয়ে কি করবে বুঝতে পারছিল না নুসাইবা। সেইখানেই যেন মাহফুজের এন্ট্রি।
মাহফুজ কে প্রথমত মেনে নিয়েছিল আরশাদের অনুরোধে, যাতে সময়ের সাথে কোন একটা ফাদ পেতে মাহফুজ কে সিনথিয়া থেকে দূর করে দেওয়া যায়। মাহফুজ কে সিনথিয়া থেকে দূরে সরাতে না পারলেও সিনথিয়ার প্রতি মাহফুজের ভালবাসা নুসাইবার মনে মনে মাহফুজের প্রতি সম্মান বাড়িয়েছে। কারণ নুসাইবার মনে ছেলেদের সবচেয়ে আকর্ষনীয় জিনিসগুলোর একটা হল নিজের ভালবাসার প্রতি ছেলের ভালবাসা। তবে মাহফুজের প্রতি নুসাইবার আকর্ষণ অনেক গুণে বৃদ্ধি পেয়েছে যখন আরশাদের প্রতি নুসাইবার সন্দেহ তৈরি হল। সন্দেহ দূর করার জন্য মাহফুজের সাহায্য নিতে হয়েছে তখন। আরশাদের খবর বের করা, গোপনে ফলো করা। নুসাইবা খেয়াল করে দেখে মাহফুজের প্রতি ওর যে বিতৃষ্ণা সেটা এখন আস্থায় পরিণত হয়েছে। মাহফুজের বাসা আর ফ্লোরার দোকানে দুইটা অঘটন ঘটলেও এবং মাহফুজ কে প্রকাশ্যে এইসবের জন্য দোষারপ করলেও মনে মনে নুসাইবা জানত দুই ক্ষেত্রে কিভাবে মদ আর ফ্লোরার মেনিপুলেশন ওদের এই জায়গায় নিয়ে এসেছে। এই কথাটাই মাহফুজ ওকে বারবার বলার চেষ্টা করলেও নুসাইবার জেদী মন সেটা শুনতে চায় নি। কিন্তু ওর মনের ভিতর ঐকথাটাও ফেলে দিতে পারে নি। বারবার খারাপ ব্যবহার করার পরও প্রত্যেকবার ওর বিপদের সময় একমাত্র মাহফুজ এগিয়ে এসেছে। এই একটা জিনিস মাহফুজের প্রতি এট্রাকশন বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। নুসাইবা জানে ওর নিজের পছন্দের প্যাটার্ন। তাই ওর মনের ভিতর থেকে যখন প্রশ্ন উঠে, জান না কেন ঘটল আজকের এই ঘটনা? তখন যেন স্বীকার করতে না চাইলেও মনের ভিতরের কথাটা বের হয়ে আসে ওর মাথায়। মাহফুজ ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। মাহফুজের চোখের দৃষ্টিতে একটি দৃঢ় প্রতিজ্ঞা, নুসাইবা কে বলল চিন্তা করবেন না। আমি আপনাকে ঠিক এয়ারপোর্টে পৌছিয়ে দিব। মাহফুজের গলায় আস্থার চিহ্ন টের পায় নুসাইবা। মাহফুজ কে উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। গাড়ির ভিড় কমার লক্ষণ নেই। মাহফুজের এই আস্থা, নির্ভরশীলতা ওর ভিতরে সবচেয়ে বড় জোয়ার এনেছে। আরশাদের হাওয়া হয়ে যাওয়া, ম্যানেজ্যারের কঠিন নিয়ন্ত্রণ আর মুন্সীর চোরাগোপ্তা হামলা। সব মিলিয়ে নুসাইবার মনে হচ্ছিল ওর নিজের জীবনের উপর ওর নিজের কোন নিয়ন্ত্রণ নেই বুঝি। তখন মাহফুজ যেভাবে সাহস করে ওকে নানা উপায় বলে দিয়েছে। যেভাবে মুন্সী আর ম্যানেজার দুই দলের নাকের ডগা দিয়ে ওকে বের করে এনেছে এর থেকে হিরোয়িক আর কি হতে পারে। নুসাইবার ভিতর তখন মাহফুজের জন্য প্রশংসার ফুলঝড়ি। ওর জীবনে যে শূণ্যতা মাহফুজ বুঝি সেখানে আপনা আপনি এসে দাড়িয়েছিল। এরপর দরকার ছিল একটা আগুণের। মাহফুজে গাড়ির ভিতর বসে যখন ওকে বুকের সাথে চেপে ধরল সেই আগুনটা বুঝি তখন জ্বলে উঠেছিল। এরপর কি হতে কি হল সেটা যেন আর কিছুতেই হিসাব মিলাতে পারছে না। একটা জিনিস পরিষ্কার মাহফুজের ভিতরেও ওর জন্য সমান আগুন ছিল। এরপর খালি দুই জনে মিলে দাউ দাউ করে জ্বলার পালা। নুসাইবার মনে ঝাপসা ঝাপসা হয়ে কিছু কিছু ফিরে আসছে। নুসাইবার চোখ মুখ গাল সব লাল হয়ে যাচ্ছে সেই সব ঝাপসা স্মৃতিতে। এত বছরের বিবাহিত জীবনেও মনে হয় কখনো এতটা উদ্যাম হয়ে উঠে নি নুসাইবা। সব সময় একটা আড়ষ্টপনা ছিল ওদের সেক্স লাইফে। ওর ঝাপসা স্মৃতিতে যেন দুইটা উদ্দাম শরীর সব চিন্তা ভুলে এক অপূর্ব শারীরিক ক্রিয়ায় মত্ত হয়ে উঠেছে। মাঝখানে প্রায় দুই তিন মাসের অভুক্ত শরীর, আরশাদের বিট্রের কারণে খালি জায়গা আর সেই জায়গায় আস্থা নিয়ে মাহফুজের আগমন সব মিলিয়ে যেন এই আগুন ঠেকানোর কোন উপায় ছিল না ওর কাছে। নুসাইবা এইবার নিজেকে নিজেই শান্তনা দেয় এইটা কিছু না, এইটা কিছু না। একটু পরেও ও ইংল্যান্ডের প্লেনে উঠে যাবে। এরপর হাজার হাজার মাইলের দূরুত্ব। মাহফুজের কাছ থেকে আরশাদের কাছ থেকে। ওর জীবনে যেন এই দুইজন এখন সব শান্তি আর অশান্তির ধারক। এদের দুই জন থেকে দূরত্ব বুঝি ওকে এখন শান্ত রাখতে পারে।
আরশাদের সাথে ওর ডিলিংস করতে হবে। কিন্তু কি আর কিভাবে সেটা এখনো জানে না। আরশাদ কে ম্যানেজার হাওয়া করবার আগে আরশাদ কে ফিরিয়ে আনার একটা চিন্তা ওর মাথায় ছিল। কিন্তু ম্যানেজার আর মুন্সীর এক্সট্রিম প্রেসার ওকে সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে এর জন্য ঠান্ডা মাথায় কিছুদিন সময় দরকার। আর মাহফুজের সাথে ওর ব্যাপারটা ও একটা ভুল হিসেবে রাখতে চাচ্ছে। দারুণ উদ্দীপক আর উত্তেজক একটা ভুল। এটাকে অস্বীকার করার উপায় নেই তবে একে স্বীকার করে নিয়ে নিয়মিত জীবনের অংশ করারও উপায় নেই। মাহফুজ কে এখন সিনথিয়ার জীবন থেকে সরানোর উপায় নেই আবার সিনথিয়ার জীবনে ঢুকতে দিলে ওর সাথে দেখা হবে নিয়মিত বিরতিতে সেটাও এড়ানোর উপায় নেই। এটার জন্যও কোন একটা উপায় বের করতে হবে। তার জন্যও ওর সময় আর দূরত্ব দরকার। গ্রেট নুসাইবার মাথা থেকে এসব নিয়ে কোন না কোন বুদ্ধি বের হবেই, নিজে কে নিজেই শান্তনা দেয় নুসাইবা। গাড়ি বামে মোড় নেয়। এয়ারপোর্টের রাস্তার মুখে ঢুকে পড়েছে গাড়ি।
ক
হিট অফ দ্যা মোমেন্টে মানুষ অনেক কিছু করে। ঝগড়া করে, প্রেমে পড়ে, খুন করে। সেই হিট অফ দ্যা মোমেন্টের যে এড্রোলিন রাশ মানুষের চিন্তা কে ঘোলা করে দেয় সেইটা কমে গেলে অনেক সময় মানুষ তার সেই সময়ের কাজটা কে বিশ্লেষণ করে। হিট অফ দ্যা মোমেন্টে যেমন অন্ধ আবেগ কাজ করে ঠিক তেমনি পরে এড্রোলিন রাশ কমে গেলে লজিক কাজ করে। নুসাইবা এখন তেমন করে ভাবছে ওর জীবনের লাস্ট এক ঘন্টা কে। এক ঘন্টা আগে আসার সময় এয়ারপোর্ট রোর্ড বেশ ফাকা ছিল আর সাথে সব সিগনাল গ্রিন পেয়েছে। আর এখন এক ঘন্টা পর গাড়ির পরিমাণ বেড়েছে সাথে সিগনাল গুলোতে আটকে থাকতে হচ্ছে। হালকা গতিতে গাড়ি চলছে আবার কিছুক্ষণ থেমে থাকছে। এর মাঝে নুসাইবার মাথায় সব চিন্তা চলছে। গত এক ঘন্টার কোন অর্থ বের করতে পারছে না নুসাইবা। বাসা থেকে বের হতে পারার পর মাথার ভিতর যে উচ্ছাস চলছিল সেটার কোন তুলনা ছিল না। মনে হচ্ছিল সত্যিকার অর্থে মুক্ত হতে পেরেছে। এরপর গাড়ির ভিতর যখন মাহফুজ কে দেখল তখন ওর মনে কোন অবিশ্বাস ছিল না যে আজকে মুন্সী বা ম্যানেজার কিছু করতে পারবে না। বিভিন্ন প্রসংগে নানা সময় আরশাদ যখন বলেছিল মাহফুজ ছেলেটার মধ্যে বুদ্ধি আছে, সাহস আছে। প্রথমে বিশ্বাস করে নি। পরে সেই আরশাদের পিছনে গুপ্তচরগিরি করার সময় আর কোন উপায় ছিল না। তখন মাহফুজের সাহায্য নিতে হয়েছিল। তখন এই বিশ্বাস জন্মেছিল মাহফুজের বুদ্ধি আছে। কোন কাজ বুদ্ধি খাটিয়ে বের করার উপায় জানে সামান্য থেকে সামান্য উপায় ব্যবহার করে। আজকের পর এই আস্থাও জন্মেছে যে মাহফুজের সাহস আছে। মুন্সী আর ম্যানেজারের মত লোকের সাথে নাহলে টক্কর দিতে কেউ আসে না। আরশাদের বন্ধু ভয়ে সিধিয়ে গেছে। নিজেদের কোন আত্মীয় স্বজনকেও বিপদে ফেলতে চায় নি নুসাইবা, আর সাহায্য চাইলেও তেমন কিছু করতে পারত তেমন আস্থা নেই নুসাইবার। কারণ বিপদে আপদে ফ্যামিলিতে লোকে হয় তার নাহলে সাফিনা ভাবীর পরামর্শ নেয়। তাই আর কার উপর আস্থা করে নি নুসাইবা। মাহফুজ ওর আস্থার প্রতিদান দিয়েছে। কিন্তু এখন গাড়ি যখন ধীর গতিতে কখন থেমে থেমে সামনে এগুচ্ছে। তখন মনে প্রথমবারের মত একটা ডাউট তৈরি হচ্ছে। মাহফুজের বাসায় ফটোশুটের সময় যা হয়েছে সেটা ঠিক হয় নি। আরশাদ কে জেলাস করতে গিয়ে মাতাল হয়ে দুইজনেই সীমা অতিক্রম করে ফেলেছিল। তবে সেদিন অন্তত চরম বিপদজনক কিছু হয় নি। মাহফুজের উপর তখন রাগ হলেও মাহফুজের কথা ফেলতে পারে নি। কারণ নুসাইবা জানে মাতাল হলে নিজের উপর কোন কন্ট্রোল থাকে না ওর, ওর মাহফুজের নিজের ছিল না। আর ফ্লোরার দোকানের ঘটনাটা যেন অন্যের জন্য গর্ত খুড়লে নিজেই সেই গর্তে পড়তে হয় তার সবচেয়ে বড় উদাহারণ। ফ্লোরা কে জানতে গিয়ে কি এক গল্প বানালো ওরা সেই গল্পের চাপে যেন জান যায় অবস্থা সেদিন। কিছু বলতে পারছে না আবার কিছু সইতে পারছে না। সেদিন মাতাল ছিল না মাহফুজ বা নুসাইবা কেও। তাই সেদিন প্রথমে মাহফুজের চোখে বিস্ময় আর পরে সেখানে যে কামের চিহ্ন দেখেছে সেটা নুসাইবা কে অবাক করে দিয়েছিল।
ব্রা প্যান্টি পড়া অবস্থায় দেখে প্রথমে মাহফুজের চোখে যে বিস্ময় ফুটে উঠেছিল সেটা পড়তে তেমন কষ্ট করতে হয় নি নুসাইবা কে। এর আগের দিন মাহফুজ যখন ওকে ছুয়েছিল তখন সেখানে ব্লাউজ আর পেটিকোটের আড়াল ছিল। ফ্লোরার দোকানে মাহফুজের চোখে তখন সৌন্দর্য দেখে চোখ ধাধিয়ে যাওয়ার মুগ্ধতা ছিল। লজ্জায় একদম মাটিতে মিশে যেতে চাইলেও মনের ভিতর একটা গর্বও হয়েছিল। মাহফুজের মত কম বয়েসী হ্যান্ডসাম ছেলে যে কিনা সিনথিয়ার মত ফ্যাশনেবল মেয়ের প্রেমে পড়ে আছে সে ওর মত মধ্য বয়স্ক নারীর সৌন্দর্যেও বাকহারা হয়ে গেছে। তবে সেই গোপন গর্ব একটু পড়েই আতংকে রূপ নিতে দেরি হয় নি। যখন ফ্লোরা ইন্টেমেসি গেমের নামে নানা ধরনের খেলা শুরু করল। একবার তো নুসাইবার মনে হচ্ছিল ফ্লোরা বুঝি ওকে চিনতে পেরেছে, অন্য একটা ছেলে কে জামাই সাজিয়ে এনেছে তাই এমন শাস্তি দিচ্ছে ওকে। নুসাইবা দাতে দাত চেপে খেলা খেলে যাচ্ছিল। এই খেলার সময় একটা সময় দেখল মাহফুজের চোখের দৃষ্টি পালটে গেছে। মাহফুজের চোখে যে দৃষ্টি সেটা এতদিনের বিবাহিত নুসাইবার চিন্তে কষ্ট হয় নি। কাম। নিখাদ কাম। মাহফুজ যেন তখন কামের ঘোরে চলে গেছে আর কোন কিছুই ওর কাছে তখন মূখ্য না। তাই মাহফুজ যেন ফ্লোরার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে, পারলে আর বেশি করে। সেদিনের পর মাহফুজ কে ভালমন্দ অনেক কথা শুনিয়েছিল। তবে আসল রাগটা ছিল ওর নিজের উপর। মাহফুজের চোখের সেই কামের নেশা ওর শরীরেও যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল। নিজেই অবাক হয়ে গিয়েছিল নুসাইবা। সারাজীবন নিজের আত্মনিয়ন্ত্রণের উপর আস্থা ছিল নুসাইবার। অনেক ছেলে জীবনের অনেক পর্যায়ে নানা ভাবে নানা প্রস্তাব নিয়ে এসেছে। সব এড়িয়ে গেছে সফলতার সাথে। নুসাইবা সব সময় নিজেকে ওয়ানম্যান ওম্যান ভেবেছে। মাহফুজের চোখে সৌন্দর্যের প্রশংসা আর তার উপর কামের আগুন সব যেন ওর নিজের ভিতর আগুন জ্বেলে দিয়েছে। আরেকটা ব্যাপার ছিল ফ্লোরা কে জেলাস করা। সব মিলেমিশে মাহফুজের সামনে সেদিন যা হয়েছিল সেটা কখনোই হওয়া উচিত ছিল না। সেদিন মাতাল হবার মত কোন অযুহাতও ছিল না ওর কাছে। তাই সব রাগ গিয়ে পড়েছিল মাহফুজের উপর। আর আজকের টা কিভাবে দেখবে ও?
গাড়ি জ্যামে হালকা হালকা করে আগাচ্ছে। নুসাইবা সামনে দেখে মাহফুজ মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে ওকে দেখছে। মুখে হালকা একটা হাসি। এই হাসিটা গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। এই হাসির মানে কি? নুসাইবা শুনেছে মাঝ বয়সী মহিলাদের নিয়ে ছেলেদের এক ধরণের ফ্যান্টাসি থাকে। নুসাইবা কি সেই ধরনের কোন ফ্যান্টাসি? সিনথিয়ার ফুফু হওয়ার কারণে সেই ফ্যান্টাসিতে খানিকটা নিষিদ্ধ গন্ধ লেগেছে তাই মাহফুজের কাছে ওর আকর্ষণ বেশী? নুসাইবা ওর শরীরে সেই পুরাতন রাগটা টের পায়। এই রাগে ও পৃথিবী পুড়িয়ে ফেলতে পারে। সাফিনা ভাবী প্রায় সময় বলে এমন রাগ হলে কোন কথা বলবি না নুসাইবা। এই সময় তুই যা বলিস তাতে তোর লাভের থেকে ক্ষতি বেশি হয়। নুসাইবার মনে হয় নিজের জীবনের উপর কয়েক ঘন্টা আগে যে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সেটা এত তাড়াতাড়ি হারাতে চায় না ও। তাই সাফিনা ভাবীর উপদেশমত রাগ কে ভিতরে আটকে রাখে। আর কয়েকটা ঘন্টা। এরপর প্লেন। তারপর লন্ডন। তাই আপাতত এই সমস্যা নিয়ে রাগ করতে চাচ্ছে না। তবে মাথা থেকে লাস্ট এক ঘন্টা ডিলিট করে দিতেও পারছে না। যদি মাহফুজের বাসায় বা ফ্লোরার দোকানে নুসাইবা ভাবে ওর শরীর বিট্রে করেছে তবে সেটা হবে ভুল, কারণ এখন যা হয়েছে সেটা অন্য কোন কিছুর সাথে তুলনা করতে পারবে না। এখন ওর শরীর যেন মাহফুজ কে সহযোগিতা করেছে। অন্য সময় ওর মন যে দূভের্দ্যে দূর্গ গড়ে তুলে আজকে কেন জানি সেটাও পারল না। ওর মনের ভিতর যেন নিজে থেকেই উত্তর দেয় কেন পারলাম না জান না? একটা অমোঘ সত্য নুসাইবা নিজের মন থেকে আড়াল করতে চাইলেও আড়াল করতে পারে নি। সেটা হল মাহফুজের প্রতি আকষর্ণন। মাহফুজের ফিজিক্যাল ফিচার নুসাইবা কে কখনোই ততটা দূর্বল করতে পারে নি। সুন্দরী হিসেবে সারাজীবন নানা পদের ছেলের প্রেমের প্রস্তাব পেয়ে এসেছে। তাই সুন্দর, সুদর্শন ছেলেদের প্রেমের প্রস্তাব ওর জন্য সব সময় খুব কমন ব্যাপার। তাই খালি ফিজিক্যাল ফিচার দিয়ে নুসাইবা কে পটানো সম্ভব নয় কোন ছেলের পক্ষে। নুসাইবার কাছে সব সময় আকর্ষনীয় ছিল একজন ছেলে কতটা আস্থাবান, দ্বায়িত্বশীল। তার ভালবাসার মানুষের প্রতি কতটা যত্নবান। আরশাদের প্রেমে প্রথমত পড়েছিল সেই কারণে। এত বছরের প্রেম আর বিবাহিত জীবনে নুসাইবা তাই অন্ধের মত ভালবেসেছে আরশাদ কে, কখনো সন্দেহ করে নি ওর অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকাচ্ছে। তাই প্রথম যখন সন্দেহ শুরু হল সেটা ওর জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি করেছিল। এই শূণ্যতা নিয়ে কি করবে বুঝতে পারছিল না নুসাইবা। সেইখানেই যেন মাহফুজের এন্ট্রি।
মাহফুজ কে প্রথমত মেনে নিয়েছিল আরশাদের অনুরোধে, যাতে সময়ের সাথে কোন একটা ফাদ পেতে মাহফুজ কে সিনথিয়া থেকে দূর করে দেওয়া যায়। মাহফুজ কে সিনথিয়া থেকে দূরে সরাতে না পারলেও সিনথিয়ার প্রতি মাহফুজের ভালবাসা নুসাইবার মনে মনে মাহফুজের প্রতি সম্মান বাড়িয়েছে। কারণ নুসাইবার মনে ছেলেদের সবচেয়ে আকর্ষনীয় জিনিসগুলোর একটা হল নিজের ভালবাসার প্রতি ছেলের ভালবাসা। তবে মাহফুজের প্রতি নুসাইবার আকর্ষণ অনেক গুণে বৃদ্ধি পেয়েছে যখন আরশাদের প্রতি নুসাইবার সন্দেহ তৈরি হল। সন্দেহ দূর করার জন্য মাহফুজের সাহায্য নিতে হয়েছে তখন। আরশাদের খবর বের করা, গোপনে ফলো করা। নুসাইবা খেয়াল করে দেখে মাহফুজের প্রতি ওর যে বিতৃষ্ণা সেটা এখন আস্থায় পরিণত হয়েছে। মাহফুজের বাসা আর ফ্লোরার দোকানে দুইটা অঘটন ঘটলেও এবং মাহফুজ কে প্রকাশ্যে এইসবের জন্য দোষারপ করলেও মনে মনে নুসাইবা জানত দুই ক্ষেত্রে কিভাবে মদ আর ফ্লোরার মেনিপুলেশন ওদের এই জায়গায় নিয়ে এসেছে। এই কথাটাই মাহফুজ ওকে বারবার বলার চেষ্টা করলেও নুসাইবার জেদী মন সেটা শুনতে চায় নি। কিন্তু ওর মনের ভিতর ঐকথাটাও ফেলে দিতে পারে নি। বারবার খারাপ ব্যবহার করার পরও প্রত্যেকবার ওর বিপদের সময় একমাত্র মাহফুজ এগিয়ে এসেছে। এই একটা জিনিস মাহফুজের প্রতি এট্রাকশন বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। নুসাইবা জানে ওর নিজের পছন্দের প্যাটার্ন। তাই ওর মনের ভিতর থেকে যখন প্রশ্ন উঠে, জান না কেন ঘটল আজকের এই ঘটনা? তখন যেন স্বীকার করতে না চাইলেও মনের ভিতরের কথাটা বের হয়ে আসে ওর মাথায়। মাহফুজ ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। মাহফুজের চোখের দৃষ্টিতে একটি দৃঢ় প্রতিজ্ঞা, নুসাইবা কে বলল চিন্তা করবেন না। আমি আপনাকে ঠিক এয়ারপোর্টে পৌছিয়ে দিব। মাহফুজের গলায় আস্থার চিহ্ন টের পায় নুসাইবা। মাহফুজ কে উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। গাড়ির ভিড় কমার লক্ষণ নেই। মাহফুজের এই আস্থা, নির্ভরশীলতা ওর ভিতরে সবচেয়ে বড় জোয়ার এনেছে। আরশাদের হাওয়া হয়ে যাওয়া, ম্যানেজ্যারের কঠিন নিয়ন্ত্রণ আর মুন্সীর চোরাগোপ্তা হামলা। সব মিলিয়ে নুসাইবার মনে হচ্ছিল ওর নিজের জীবনের উপর ওর নিজের কোন নিয়ন্ত্রণ নেই বুঝি। তখন মাহফুজ যেভাবে সাহস করে ওকে নানা উপায় বলে দিয়েছে। যেভাবে মুন্সী আর ম্যানেজার দুই দলের নাকের ডগা দিয়ে ওকে বের করে এনেছে এর থেকে হিরোয়িক আর কি হতে পারে। নুসাইবার ভিতর তখন মাহফুজের জন্য প্রশংসার ফুলঝড়ি। ওর জীবনে যে শূণ্যতা মাহফুজ বুঝি সেখানে আপনা আপনি এসে দাড়িয়েছিল। এরপর দরকার ছিল একটা আগুণের। মাহফুজে গাড়ির ভিতর বসে যখন ওকে বুকের সাথে চেপে ধরল সেই আগুনটা বুঝি তখন জ্বলে উঠেছিল। এরপর কি হতে কি হল সেটা যেন আর কিছুতেই হিসাব মিলাতে পারছে না। একটা জিনিস পরিষ্কার মাহফুজের ভিতরেও ওর জন্য সমান আগুন ছিল। এরপর খালি দুই জনে মিলে দাউ দাউ করে জ্বলার পালা। নুসাইবার মনে ঝাপসা ঝাপসা হয়ে কিছু কিছু ফিরে আসছে। নুসাইবার চোখ মুখ গাল সব লাল হয়ে যাচ্ছে সেই সব ঝাপসা স্মৃতিতে। এত বছরের বিবাহিত জীবনেও মনে হয় কখনো এতটা উদ্যাম হয়ে উঠে নি নুসাইবা। সব সময় একটা আড়ষ্টপনা ছিল ওদের সেক্স লাইফে। ওর ঝাপসা স্মৃতিতে যেন দুইটা উদ্দাম শরীর সব চিন্তা ভুলে এক অপূর্ব শারীরিক ক্রিয়ায় মত্ত হয়ে উঠেছে। মাঝখানে প্রায় দুই তিন মাসের অভুক্ত শরীর, আরশাদের বিট্রের কারণে খালি জায়গা আর সেই জায়গায় আস্থা নিয়ে মাহফুজের আগমন সব মিলিয়ে যেন এই আগুন ঠেকানোর কোন উপায় ছিল না ওর কাছে। নুসাইবা এইবার নিজেকে নিজেই শান্তনা দেয় এইটা কিছু না, এইটা কিছু না। একটু পরেও ও ইংল্যান্ডের প্লেনে উঠে যাবে। এরপর হাজার হাজার মাইলের দূরুত্ব। মাহফুজের কাছ থেকে আরশাদের কাছ থেকে। ওর জীবনে যেন এই দুইজন এখন সব শান্তি আর অশান্তির ধারক। এদের দুই জন থেকে দূরত্ব বুঝি ওকে এখন শান্ত রাখতে পারে।
আরশাদের সাথে ওর ডিলিংস করতে হবে। কিন্তু কি আর কিভাবে সেটা এখনো জানে না। আরশাদ কে ম্যানেজার হাওয়া করবার আগে আরশাদ কে ফিরিয়ে আনার একটা চিন্তা ওর মাথায় ছিল। কিন্তু ম্যানেজার আর মুন্সীর এক্সট্রিম প্রেসার ওকে সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে এর জন্য ঠান্ডা মাথায় কিছুদিন সময় দরকার। আর মাহফুজের সাথে ওর ব্যাপারটা ও একটা ভুল হিসেবে রাখতে চাচ্ছে। দারুণ উদ্দীপক আর উত্তেজক একটা ভুল। এটাকে অস্বীকার করার উপায় নেই তবে একে স্বীকার করে নিয়ে নিয়মিত জীবনের অংশ করারও উপায় নেই। মাহফুজ কে এখন সিনথিয়ার জীবন থেকে সরানোর উপায় নেই আবার সিনথিয়ার জীবনে ঢুকতে দিলে ওর সাথে দেখা হবে নিয়মিত বিরতিতে সেটাও এড়ানোর উপায় নেই। এটার জন্যও কোন একটা উপায় বের করতে হবে। তার জন্যও ওর সময় আর দূরত্ব দরকার। গ্রেট নুসাইবার মাথা থেকে এসব নিয়ে কোন না কোন বুদ্ধি বের হবেই, নিজে কে নিজেই শান্তনা দেয় নুসাইবা। গাড়ি বামে মোড় নেয়। এয়ারপোর্টের রাস্তার মুখে ঢুকে পড়েছে গাড়ি।