01-01-2024, 03:29 PM
(31-12-2023, 12:38 AM)ray.rowdy Wrote:লিখুন না, বাস্তবে ঘটা ঘটনা যখন হয়তো নাটকীয়তা কম হতে পারে, তবু চলবে. অন্ততঃ, একজন একনিষ্ঠ পাঠক এখন থেকেই আপনাকে আশ্বস্ত করে রাখছি. আর যদি সুকুমার রায়ের 'পাগলা দাশু'র মতো কিছু করতে পারেন তাহলে তো আর কথাই নেই. 'পাগলা দাশু'র মতো সৃষ্টি মনে হয় এক শতাব্দীতে একটা কি দুটো হতে পারে. ওই ধরণের ওই বয়সের শিশু-বালকদের মানসিকতা এরকম ভাবে ফুটিয়ে তোলা যে কতোটা চ্যালেঞ্জিং যারা লিখতে যায় তারাই জানে. বড়োরা বাচ্চাদের লেখা লিখতে পারে না, তারা বাচ্চাদের চরিত্রে বড়দের মানসিকতা চালিয়ে দেয়. তাই যদি আপনি পাগলা দাশুর রীতিকেও কিছুটা অনুকরণ করতে পারেন, তবুও অনেক !!! অঅঅঅনেএএএককক !!!
সবগল্পে যৌনতা যে থাকতেই হবে, তা নয়. শুধুমাত্র স্পষ্টভাবে বলে দেবেন যে, non-erotic.আপনি ddey333 এর এই thread-টি যদি পারেন তো একবার ঘুরে আসুন. সাত রাজার ধন এক মাণিক - কথাটা শুনেছেন নিশ্চয়. আমার মতে এ হচ্ছে তাই. আগেই বলে দিচ্ছি non-erotic. তবে প্রতিটি সংগৃহীত লেখা এক একটা মণি-মাণিক. আমাদের জীবন যে কতো সুন্দর এই লেখাগুলো আমাদের বার বার উপলব্ধি করতে সাহায্য করে. আমাদের জীবনে যতোই দুঃখ-কষ্ট থাকুক না কেন, আমাদের এই সুন্দর জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ, এবং তাদের সবার প্রতি যারা আমাদের ভালোবাসে.
আপনি আপনার মতো লিখুন. যাই লিখুন সুন্দর লিখুন - রং চং কম হলেও চলবে. সাগ্রহে অপেক্ষা করবো.
আপনাদের কথামতো লিখতে শুরু করলাম। আমার অরিজিনাল থ্রেডে। দেখে আসতে পারেন।