25-12-2023, 08:47 AM
(19-12-2023, 01:38 AM)allanderose113 Wrote: অনেকদিন পর হওয়ায় একটা আক্ষেপ তো ছিল । আবার আচমকা আপডেট টাকে একটু অপরিচিত লাগতেছিলো । শুরুতেই ( এটা আমার মনের কথা আপডেট দেরি হওয়ায় ) ।
কিন্তু আপডেট সম্পর্কে বলার ভাষা নাই
এতদিন যা কিছুই ছিল না কেন সব গুলোকে আমার ভূমিকা মনে হচ্ছে এখন । কেননা ইন্টারভাল মানে ফাইট তো শুরু এখন থেকে। নায়ক সরাসরি এখন ফাইট এ নেমে গেছে । নায়িকা না হক নায়িকার ফুফু কে বাঁচাতে নেমেছে । কেন যেন আমার মন চাচ্ছিল 50 টাকা দরকার ছিল আমার । এত কিছুর পর 50 টাকা নুসাইবার জন্যেও দরকার এমন ফিল করতেছি ....
সোলায়মান শেখ এর কথা অনুযায়ী মাহফুজ নুসাইবা কে কোনো ভিড় এর জায়গায় রাখার কথা অনুযায়ী পুরাণ ঢাকায় রাখতে পারতো ?? এটা আমার ধারণা । আর প্রেগনেন্ট এর কথা একজন বলতেছিল সে হিসেবে আমি বলি এখন সেটা না হওয়াই ভালো মনে করি । দেখা যাক আপনার মাথায় আলাদা প্ল্যান করা আছে সেটা অবশ্য ভালো কিছু দিবে এই আশা করি
আর কিছু বলবো না মাথায় এখন শুধু মাহফুজ আর নুসাইবা ঘুরতেছে । এই আপডেট দিল খুস কার দিয়া
অনেকদিন পরের আপডেট তাই অনেক কিছু অপরিচিত মনে হওয়ায় স্বাভাবিক। আর আপডেট দিল খুশ করে দিছে দেখে ভাল লাগল। আর আমি আপনাদের সবার প্ল্যান পড়তেছি মেসেজে, কমেন্ট। আপনারা গল্পটা নিয়ে কিভাবে ভাবেন সেটা আমার ভাবনা থেকে কতটা ভিন্ন সেইটা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হয়। যাই হোক গল্পে কি হবে জানতে হলে সাথে থাকতে হবে।