28-11-2023, 01:12 PM
(28-11-2023, 11:40 AM)Patrick bateman_69 Wrote: ভাই তুমি একটু ভার্চুয়াল ইন্টেনশন থেকে চিন্তা করে দেখ ।কিছু কিছু সিচুয়েশনে চাইলেই কিছু করা যায় না। সম্মানহানিটা গায়ে লাগে সেটা পাবলিকলি এক্সপোজ হলে। নুসাইবার সাথে যেটা হয়েছে সেটা সে ছাড়া কেউ জানে না। তাই সামাজিকভাবে সে হেয় হয়নি। তাই এখানে কাউন্টার হিসেবে আরশাদকে ডিভোর্স দেওয়ার সোশ্যাল প্রেসার নাই। দ্বিতীয়ত, নুসাইবা নিঃসন্তান নারী। তার আপন বলতে ওই আরশাদ ছাড়া কেউ নেই। ভাই বোন চিরজীবন আপন থাকে না। ফলে সে হিউমিলিয়েটেড হলেও তার বিকল্প অপশন নেই।
একজন স্ট্রং পার্সোনালিটি,ওয়েল রেপুটেশন ওয়ালা মেয়ে তাও আবার বাংলাদেশ ব্যাংকের বড় পদে কর্মরত। (অবশ্যই এমন একটা মেয়ে বোকা হবে না) এই রকম একটা মেয়ের কাছে তার সম্মান কতোটা উপরে থাকতে পারে চিন্তা করো । আর সেই সম্মান যদি খোয়াতে হয় অন্য জনের দোষের কারণে, তাহলে অবশ্যই ওই মেয়ে এটা এতো সোজাসুজি মেনে নেবে না । আর ভাই তুমি যে সাকিব না ওদের উদাহরণ দিলে । খেয়াল করে দেখো, আপু ওদের সাথে কিন্তু নুসাইবার মতন ঘটনা হয়নি । নুসাইবার যেমন সম্মান হানি হয়েছে অন্যের দোষে তেমন টা কিন্তু ওদের সাথে হয়নি তো, এইখানে ভাই তুমি ঐ উদাহরণ দিলে মিলবেই না । ২টার ২ পয়েন্ট অফ ভিউ । আর যাইহোক ভাই আপনি নিজেই চিন্তা করেন যতোই স্বামী থাকুক, ভরফুর ভালবাসা থাকুক। কিন্তু যদি স্বামী তার সম্মান রক্ষা করতে না পারে তাহলে কোনো স্ত্রী এইটা মেনে নিবে?
অপু বুবলির উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য বাঙালি নারী স্বামীকে ছাড় দেয় সেইটা বোঝানো। আরেকটা উদাহরণ এখানে টানা যেতে পারে। কিছুদিন আগে মুনিয়া নামের একটা মেয়েকে ঘিরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের একজন বড় ব্যবসায়ীর যে ঘটনাটা ঘটেছে, তাতেও কিন্তু ওই লোকের বউয়ের তরফ থেকে স্বামীকে ব্লেম দিয়ে কিছু বলা হয়নি। সব জায়গাতেই এভাবে স্বামীকে ছাড় দেওয়ার মানসিকতা নারীদের আছে।