28-11-2023, 11:13 AM
একটা কথা মনে রাখতে হবে। নারীদের ভালোবাসা এমনই, যাকে সে ভালোবাসে তার হাজারো দোষ মাফ করে দেয়। আমাদের নিত্যদিনের সংসার জীবনের দিকে তাকালেই বুঝতে পারবেন। নারীরা যদি স্বামীদের দোষ ক্ষমা না করতো, তাহলে পৃথিবীতে দাম্পত্য জীবন বলে কিছু থাকতো না। একটা জ্বলন্ত উদাহরণ হলো বাংলাদেশের নায়ক শাকিব খান, অপু বিশ্বাস, বুবলির ট্রাইয়েঙ্গেল। শাকিব এতো অবিচার, অবহেলা করার পরও অপু বুবলি শাকিবের জন্য পাগল। আমি আরো অনেক ঘটনাই এমন দেখেছি রিয়েল লাইফে। ফলে নুসাইবা আরশাদের জন্য কাতর থাকবে এটাই স্বাভাবিক।