25-11-2023, 01:07 PM
(23-11-2023, 07:29 PM)nusrattashnim Wrote: শীতের মৌসুম শুরু হয়ে যাচ্ছে। একমাত্র আপনার থ্রিলে ভরপুর আপডেটই পারে পাঠকদের গরম রাখতে। কবে নাগাদ আসছে কাদের ভাই পরের মেগাপর্ব? একটু আইডিয়া দেয়া যায়? তর যে সইছে না। এমন সাস্পেন্সে এ আমাদের ডুবিয়ে দিয়েছেন।
আইডিয়া দিতে গেলে আগে নিজের আইডিয়া থাকতে হবে। আজকার সব মিলিয়ে নিজেই শিওর না লেখার জন্য প্রতিদিন কতটুকু সময় বের করা যাবে। আবার এই ধরনের লেখার জন্য একটু ধীর স্থির ভাবে কিছু সময় নিয়ে লেখতে হয়। তাই কোন নির্দিষ্ট সময় দিচ্ছি না। তবে লেখা চলছে।