21-11-2023, 10:00 AM
(17-11-2023, 03:47 PM)কাদের Wrote: হ্যালো পাঠক এবং পাঠিকাগণ, প্রথমেই প্রায় একমাস দশ দিন পর আপডেট দেবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সোলসের গানের ভাষায় বলতে হয়, ব্যস্ততা আমাকে দেয় নি অবসর। কর্মজীবন এবং ব্যক্তিজীবনের সব ঝামেলা মিটিয়ে লেখার সময় করে উঠতে পারছিলাম না তাই এত দেরী। এরপরেও অপেক্ষার জন্য ধন্যবাদ।
মনে রাখবেন গল্প নিয়ে পাঠকের মিথস্ক্রিয়া গল্পে প্রাণ সঞ্চার করে। তাই এই পর্ব পড়ে কেমন লাগল অবশ্যই জানাবেন। অনেকদিন আপনাদের মন্তব্য পড়া হয় না লেখা নিয়ে। কি ভাল লাগল বা কি মন্দ লাগল মন খুলে বলুন। গল্পের চরিত্রগুলো নিয়ে নিজেদের মাঝে আলোচনা করুন। আর হাত খুলে লাইক রেপু দিন। নতুন আপডেট এসেছে এই খবর অন্যদের দিন।