18-11-2023, 01:52 AM
(18-11-2023, 12:51 AM)কাদের Wrote: যদি মুন্সী কে ক্রিপি মনে হয় তাহলে আমি সফল। আমার উদ্দ্যেশ সেটাই। মুন্সী আর নুসাইবার মাঝে বিকষর্ণ দেখানোর ইচ্ছা থেকেই এই সিনের সৃষ্টি। সামাজিক এবং মানসিক কারণে নুসাইবা আর মাহফুজের কাছে আসতে গেলে যে সব বাধা আছে সেগুলো দূরে ঠেলতে গেলে এমন একটা ফোর্সের দরকার যেটা এতটাই ভয়ংকর বা ক্রিপি যে কারণে ঐসব সামাজিক বা মানসিক বাধা কে তখন তুচ্ছ মনে হয়। গল্পে এই জন্য ম্যানেজার আর মুন্সী আসছে। আজকের পর্বের পিছনের গল্প হল এই।
দাবা খেলায় ম্যাক্সিমাম খেলোয়াড়দেরই মেইন উদ্দেশ্য থাকে অপোনেন্ট এর কুইন টাকে কত তাড়াতাড়ি খাওয়া যায়। বাট এটা তো এত সোজা না। এর জন্য মাঝে মাঝে অনেকসময় নাইট বা বিশপ এর মত ইম্পর্ট্যান্ট গুটিকে স্যাক্রিফাইস করতে হয়। আজকের পর্বটা বুঝার জন্য এর বাইরে কিছু আর আমার মাথায় আসছিলো না। এবং কাদের ভাইয়ের মন্তব্য পড়েও তাই বুঝলাম। ভাই একই জিনিস বুঝিয়েছেন শুধু একটু অন্য আঙ্গিকে। পরবর্তী পর্বের সেটআপ তৈরি করার জন্যই এই মন মানতে না চাওয়া সিনটা দৃশ্যায়িত হয়েছে। তবে মুন্সি ওয়ান্স ইন এ লাইফটাইম লাক্সারি যতটুক পাওয়ার তা পেয়ে গিয়েছে৷ ভবিষ্যতে এই মধু আর ভক্ষণ করার সুযোগ তার মিলছে না।
কাদের ভাই, গল্প পড়ে অনেক সময় প্রেডিকশন করা যায় যে নেক্সট এ এই জিনিস টা ঘটবে এবং দেখা যায় এটাই ঘটে৷ যেমন মাহফুজ আর নুসাইবার মিলন হবে এটা সবাই জানে। কিন্তু নুসাইবাকে যেই গেরাকলে ফেললেন আজকে, ম্যানেজার আর মুন্সীর মাঝখানে, এখানে যে কিভাবে মাহফুজ এন্ট্রি নিবে আর কিভাবে নুসাইবাকে বাঁচাবে এটা অনেক ভেবেও কোনো ক্লু পাচ্ছিনা যে সিরিজ অফ ইভেন্ট গুলা কিভাবে ঘটবে। আপনি যেহেতু আগে বলেছিলেন, পুরো গল্পের প্লট আগে থেকেই ছক কাটা আছে, আপনি সে অনুযায়ী লিখছেন। এটা তাই স্বীকার করতেই হবে, এই গল্পের পিছনে আপনার হোমওয়ার্ক ও মেহনত সত্যিই অশেষ প্রশংসার দাবি রাখে। হুটহাট বসে এরকম প্লট এর গল্প লিখা সম্ভব না। আপনি ট্রুলি একজন জিনিয়াস মানুষ ভাই। অবশেষে, সব পাঠকের সুরে সুর মিলিয়েই শেষ করছি, এই আপডেট টার পূর্বে অপেক্ষার প্রহর অনেক বেশী হয়ে গিয়েছিলো ভাই। একটু পেরা নিয়ে কষ্ট করে পরের আপডেটটা এই মাসের বাকি আর ১২ দিনের মধ্যেই যদি পারেন দিয়ে আমাদের আরেকটু খুশী করে দিয়েন না ভাই। আজকে যেই পর্ব দিয়েছেন, মন শুধু ইশপিশ করছে পরবর্তীতে কি ঘটছে তা জানার অপেক্ষায়। অনেক অনেক শুভকামনা ভাই।