18-11-2023, 01:47 AM
অনেকদিন পর আপডেট পেয়ে ভালো লাগলো। আমি মনে করি একটা গল্পে পাঠকের ইন্টারফেয়ার বা পাঠকের চাহিদাকে গুরুত্ব দেওয়া লেখকের স্বাধীন চিন্তার জন্য ক্ষতিকর। লেখক যেভাবে চিন্তা করেন সেটাই উপভোগ করা উচিত। পাঠকের মন মতই যদি সব হবে, তাহলে আর লেখকের কাজ কি। বাকিটুকু নিজে নিজে কল্পনা করে নিলেই তো হয়।