15-11-2023, 07:58 AM
(02-11-2023, 10:05 PM)সমাপ্তি Wrote: কাদের ভাই,, যাকে ভালোবাসা জায় তার সাথে অভিমান ও করাজায়।
তেমনি আমরাও অভিমান কোরে আছি কিন্তু ভালোবাসা একটুও কমেনি
প্রতিদিন আসি আশা নিয়ে যে আজ বুঝি আপডেট আশবে, কিন্তু হতাশ হই।
তবে কাদের ভাই আপনার রিপ্লাই পেতে চাই আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় আছি।
জানি আপনিও অভিমান কোরে আছে। তবে সর্বোপরি আপনাকে ভালোবাসি
ভালোবাসি আপনার লেখাকে।
জোর অনুরোধ জানাই আপনি অন্তত কিছু একটা রিপ্লাই দিবেন আজ। তাতেই খুসি হবো।
ভাই সমাপ্তি দেখলাম আপনি অনেকগুলো মন্তব্য করেছেন। আপনার হতাশাটা আন্দাজ করতে পারছি। আমি দুঃখিত গল্পটা সময় মত দিতে পারছি না দেখে। একদিকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছে, বাড়ির কাজে গ্রামে। আবার এইসব দৌড়াদৌড়ির মাঝে সুস্থির হতে পারছি না। যাতে একটু চুপচাপ সময় বের করে লেখা যায়। বেশির ভাগ দিন বাসায় ফিরে রাতের বেলা আর লেখার এনার্জি থাকে না। তবে আমি লেখা বন্ধ করি নি। এর বেশি আর কি বলব বলুন।