11-11-2023, 06:18 PM
(28-10-2023, 01:00 AM)nusrattashnim Wrote:কাদের ভাই এর সাথে যোগাযোগ হয়েছে। ভাই পূজার ছুটিতে দেশের বাড়ি গিয়েছেন। আপডেট এর কাজ গত সপ্তাহে শেষ করার কথা + ইচ্ছে থাকলেও একটা ফ্যামিলি ফাংশন পড়ে যাওয়ার কারণে ভাইয়ের পক্ষে সম্ভব হয় নি। আর উইকেন্ড যেহেতু গ্রামে কাটাচ্ছেন, তাই ফ্যামিলিকে টাইম দেয়ার জন্য এই সময়টাও গল্পে হাত দিতে পারছেন না এবং ফোরামেও আগের মত যেকোন সময় লগ ইন করে আমাদের মন্তব্যের জবাব দিতে পারছেন না। আপডেট এর কাজ অর্ধেকের মত শেষ। ঢাকা এসে আপডেট এর বাকি কাজ সমাপ্ত করে দ্রুত আপডেট দিবেন বলে ভাই বলেছেন। সবাই একটু ধৈর্য্য ধরি কয়েকদিন।
আমিও সবার মত এই গল্পের আপডেটের জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করি। তাই আমি চাই, লেখক নিজের ইচ্ছে মত সুবিধেমত লিখুক। তাও যাতে এই গল্প টা কোনো কারণে বন্ধ না হয়৷ আর কাদের ভাইও অনেকবারই বলেছেন তিনি এই গল্প শেষ করবেন। আর এই গল্প টা শেষ হলে ফোরামের অন্যতম একটা সেরা গল্প হবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি৷ তাই সবার প্রতি অনুরোধ, একটু ধৈর্য ধরি আমরা সবাই এই মাস্টারপিস টা যাতে গন্তব্যে ঠিকঠাক ভাবে পৌছুতে পারে। কারণ দিনশেষে আমরা এবং আমাদের ভালোবাসাই লেখকের লিখবার সর্বশ্রেষ্ঠ প্রেরণা।
এখনকার অবস্থা জানেন নাকি? হতে পারে উনি অসুস্থ বা অন্য কোণ সমস্যা। অবস্থাটা জানালেও পাঠকেরা অপেক্ষার ধৈর্য পায়।