10-11-2023, 09:17 PM
(09-11-2023, 01:09 PM)skln123 Wrote: আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে :
”কাদের ভাই হয় বিএনপি করার কারণে সরকারের দাওয়াতখানা অর্থাৎ জেলে আছেন অথবা তাবলীগ জামাতের খপ্পরে পড়ে চিল্লায় গেছেন। “ যদি জেলখানাায় থাকেন তবে আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তার কোন আপডেট বা লেখা আমরা পাবো না। আর যদি তাবলীগ জামাতের খপ্পরে পড়ে চিল্লায় গিয়ে থাকেন তাহলে আর এই জীবনে উনার কোন লেখাই আর আমরা পাবো না।
আর একটা সম্ভাবনা: হতে পারে উনি আমাদের অর্থাৎ উনার পাঠকদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। আমাদের সহ্য ক্ষমতা কতোদূর সেটা যাচাই করতে চাইছেন। যে মুহূর্তে আমরা সবাই একে একে উনাকে ত্যাগ করে চলে যাবো , দেখা যাবে সেই মুহূর্তে উনি ফিরে আসবেন।
তবে কাদের ভাই পাঠকদের ভালোবাসাকে নিয়ে পরীক্ষা আর কতোবার নিবেন? লেবু বেশী কচলালে যে তিতা হয়ে যায় সেটা নিশ্চয় আপনি জানেন। জানি না আপনার কি হয়েছে ? অন্তত একটা মন্তব্য করে ও যদি জানিয়ে দিতেন তবুও না হয় আমাদের ঊৎকন্ঠা কমতো। ইতিপূর্বে আপনার সকল সমস্যায় আমরা আপনার পাশে ছিলাম কি না? বর্তমানেও আছি। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা বলতে পারছি না। জানেন তো তীব্র ভালোবাসা আবার কখনো কখনো তীব্র ঘৃণায় ও পরিবর্তিত হয়ে পড়ে।
আপনার মন্তব্য এবং আপডেটের অপেক্ষায় থাকা হাজারো পাঠকের মধ্যে একজন।
কই কাদের ভাই দয়া করে রিপ্লে দিয়েন । আমরা আপনার পাশে আছি