20-10-2023, 11:18 PM
(05-10-2023, 07:02 PM)Damphu-77 Wrote: এত দিন পরে আপডেট পেয়ে এক নিশ্বাসে পড়ে ফেল্লাম। এখন থেকে গল্পের টুইস্ট শুরু হল। আমি প্রথম থেকে আপনার গল্পের একজন অনুরাগী। আপনার অসুবিধা আমরা বুঝি কারণ আমরাও নিজেদের জীবন জীবিকার সন্ধানে ছুটে বেড়াচ্ছি। তবে মাঝে মাঝে ভয় হয়। কিছু মনে করবেন না। আমাদের পজিটিভ মন্তব্যগুলি পাথেয় করে গল্পটা এগিয়ে নিয়ে চলুন এটায় কাম্য।
ধন্যবাদ। পাঠক হিসেবে একটু ধৈর্য্য ধরে লেখকের প্রতি সদয় হলে ভাল হয়।