08-10-2023, 10:11 PM
কোন যৌনতা ছাড়াই লেখকের সক্ষমতা আছে মূলধারায় চমক জাগানো লেখার সেটা ২৫ পর্বতে আবার প্রমাণ হল। আশা করি লেখকের ২টা গল্প শেষ হলে এটা নিয়ে ভাববেন। এই পর্ব কর্পোরেট গ্রুপের ব্যাপারে অনেক অজানা জিনিস জানলাম। যেটা মূল ধারার পাঠকদেরও পড়ার অধিকার আছে। জানার আগ্রহ আছে ২৬ কবে পাওয়া যেতে পারে।