06-10-2023, 05:33 PM
(06-10-2023, 04:15 PM)Pajaro.Libre Wrote: পড়া শেষ হওয়ার পর মনে হচ্ছে এর ছোট আপডেট !!!
আমার কাছে মনে হচ্ছে কাদের ভাই আরো লিখলেও আস্তে আস্তে পোস্ট করবেন এবার।
তবে গল্পের ব্যাপারে কয়েকটা অবজারভেশন:
1) মাহফুজ সিনথিয়াকে যেমন একটা রিয়েল গেঞ্জাম থেকে সেভ করেছিল, নুসাইবা এর ক্ষেত্রে প্রবলেমটা অনেকাংশেই মাহফুজের তৈরি করা ছিল। এখন দেখা যাক এক্ষেত্রে মাহফুজ নুসাইবা কে কিভাবে সেভ করে।
2) সামনের ইভেন্ট গুলোতে মাহফুজ এর সামনে কিছু হেভিওয়েট ভিলেন কে ফেইজ করার ক্ষেত্রে একটা তৈরি হয়েছে, আশা করছি এখানে খুব ইন্টারেস্টিং একটা কিছু হবে
3) এই ইভেন্ট গুলো মাহফুজকে যেমন পলিটিক্যাল পয়ার ফ্লেক্স করার একটা ক্ষেত্রে তৈরি করে দিচ্ছি একই সাথে এটা একটা মেক ওর ব্রেক ইভেন্ট বলা যায়, মাজফুজ যেমন এর মাধ্যমে একদিকে ভাল পলিটিক্যাল গেইন পেতে পারে আবার উল্টো চরম ভাবে ফেইলও করতে পারে। যদিও এই উঠে দাড়ানোর গল্পটা নিজেই অনেক বড় গল্প হতে পারে। দেখা যাক কাদের ভাই কাহিনী কোন দিকে নিয়ে যায়।
4) মুন্সী কে যেভাবে বর্ননা করা হয়েছে তাতে আমার মনে হয় এই লোক নুসাইবার আগে রিপোর্টারকে টার্গেট করত। রিপোর্টার এর মাধ্যমে মাহফুজ এর কাছে যেয়ে একটা মুখোমুখি সিচুয়েশন এর মধ্যে পড়ত। কিন্তু এটা অনেক সহজ কাহিনী হয়ে যেতে পারত সে ক্ষেত্রে।
আপনার পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা+ গল্পের নেক্সট দিক ভালই লাগলো । আমার ও তাই মনে হয়