05-10-2023, 01:48 PM
(05-10-2023, 01:23 PM)কাদের Wrote: প্রায় এক মাস পর নতুন আপডেট দিলাম। এই এক মাস কেন ছিলাম না বা কই ছিলাম এটা আমি মাঝে মাঝেই মন্তব্যের মাধ্যমে জানিয়েছি। এমনকি মাঝে কয়েকদিন কাজের চাপে এইখানে আসার সময় পর্যন্ত পাই নি। এরপর ফিরে এসে কিছু মন্তব্য দেখে বুঝলাম কেউ কেউ লেখক কি বলেছেন শুনতে চান না বা শুনলেও মানতে চান না। এইসব দেখে কিছু সিদ্ধান্তে এসেছি,
১। বিশাল বিশাল আপডেট দিলেও লাভ নেই কাজের চাপে মাঝখানে না থাকলে লোকে ইনবক্সে আর মন্তব্যের ঘরে এসে দুই কথা শুনিয়ে যাবে
২। একটা আপডেট পড়তে পাঠকের হয়ত সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে তবে আমার একটা আপডেট লিখতে দেড় সাপ্তাহের মত সময় লাগে, জীবনের যাবতীয় কাজকর্ম সামলে। এই সিম্পল হিসাবটা অনেক পাঠক বুঝতে চান না এবং লেখকের লেখা পড়ে কতটা তার ইগো বুস্টাপ করছেন এই টাইপ কমেন্ট করেন
৩। বন্ধু গল্প যখন বন্ধ করি তখন আমার করোনার মধ্যে আমি চাকরিতে ছাটাই এর মাঝে পড়েছিলাম। চাকরিবাকরীহীন সেই সময়ে আমি যে সংকটের মাঝে দিয়ে গেছি তখন কোন লেখালেখি আমার পক্ষে সম্ভব ছিল না। সেই সময়ের ট্রমায় সত্যি বলতে দেড় বছরের বেশি আমার পক্ষে কোন লেখালেখি করা হয় নি। এই কথা আমি অনেকবার সেই গল্পের মন্তব্যে বলেছি। এরপরেও সেই এক বন্ধু গল্প বন্ধ হয়েহে তাই এইটাও বন্ধ হবে বলে বেহুদা প্যাচাল পাড়া বিরক্তিকর। মানুষের দুঃখ কষ্টে টাকা পয়সা দিয়ে সাহায্য করার দরকার নাই বরং একটু সেনসেটিভ হন।
৪। এইখানে লেখকরা যেমন লেখার জন্য টাকা পান না পাঠকরাও পড়ার জন্য টাকা পান না। লেখকরা যেমন আপনি লেখা না পড়লে গালিগালাজ করে না তেমনি লেখকরা ব্যস্ততার জন্য না লেখলে বা লেখা ব্যক্তিগত কারণে বন্ধ করে দিলে আপনার বিরক্তি আপনার পকেটে ভরে রাখুন। এইখানে মন্তব্যের ঘরে এসে হুদাই লেখক এইখানে লিখে ইগো বুস্টাপ করে এইটাইপ কথা বন্ধ করুন।
৫। আমার জীবনের প্রায়রিটি লিস্টের প্রথম বিশটার কাজের মধ্যে লেখালেখি নাই। তাই আর সব কাজ শেষ করে সময় পেলে লিখব নাইলে লিখব না। জীবন জীবিকার সংস্থান করে, পারিবারিক সামাজিক দ্বায়িত্ব পালক করে যে সময় বাচবে তাতে লিখতে ইচ্ছা করলে লিখব আর নাইলে লিখব না।
শেষ কথা হল, আপডেট আসতে দেরি হলে পাঠক হিসেবে আপনাদের বিরক্ত লাগে সেটা আমি বুঝি কারণ আমি নিজেও পাঠক হিসেবে অনেক গল্প ফলো করি তবে যেহেতু সব কাজ শেষ করে লিখতে হয় তাই অনেক সময় আপডেট আসতে দেরি হবে। এটার জন্য আমি দুঃখিত তবে এর বেশি আমার পক্ষে কিছু করার নেই।
আর সবশেষে লেখা ভাল লাগলে মন্তব্যে জানাবনে, লাইক রেপু দিবেন। আর খারাপ লাগলে দুই একটা গালি গালাজ দিয়ে যেতে পারেন