03-10-2023, 07:37 AM
(02-10-2023, 10:31 PM)sudipto-ray Wrote: কাদের ভাই ফিরে এসেছেন তাই
খুশিতে গান গাই
নিন্দুকের মুখে পড়ুক ছাই।।
হাহা, কার মুখে ছাই দেওয়ার উদ্দ্যেশে আসলে লিখি না। আপনাদের মত পাঠকদের সাথে লেখা শেয়ার করার জন্য লিখি। তবে ঐযে অনেকবার বলেছি আগে, নিজের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হয় শুরুতে। তাই এর ফাকে অবসর সময়ে লেখা। হাতে সময় থাকলে কোন মাসে তাই চারটা আপডেট আসে। আর ব্যস্ত থাকলে মাসে একটাও না। এইটুকু পাঠকেরা বুজতে পারলে তা খানিকটা শান্তি দেয়। আর ধন্যবাদ সাথে থাকার জন্য।