26-09-2023, 10:24 PM
(26-09-2023, 11:56 AM)nusrattashnim Wrote: আপনাদের সবার মতই আমিও আপডেট এর জন্য ব্যাকুল হয়ে বসে আছি। আপডেট না পেয়ে আমিও হতাশ।
তবে ভাইরা আমার, লেখক এখন ও ঢাকার বাইরে আছেন। নন্সটপ এই জেলা টু ওই জেলা দৌড়ের মাঝে। একে তো আরেকজন এর কাজ কাধের উপরে চেপে বসা তার উপর এমন দৌড়াদৌড়ি। কার ভালো লাগবে বলেন? তাও জীবিকার তাগিদে করতে হয়। লেখক এখানে লেখে এক টাকাও ইনকাম করেন না। তার পেট চলে সেই চাকরি দিয়ে। এখন কি আমাদের জন্য উনি চাকরী বা কাজ ছেড়ে লিখতে বসবেন? পৃথিবীটা এখন বস্তুবাদ বা ভোগবাদের উপর চলে। কেউ কাউকে কোনো স্পেস দেয়না। উনি শুধু বসে বসে আমাদের জন্য গল্প লিখলে আমরা সর্বোচ্চ দুইটা কমেন্ট করবো, কিন্তু কেউ উনার বাসায় গিয়ে ভাত তরকারি দিয়ে আসবোনা। অতএব উনার জীবিকার জন্য সেই অফিসের কাজ সর্বাগ্রে করণীয়। আমার কথায় কেউ দু:খ পেয়ে থাকলে আমি দু:খিত। কিন্তু আমি এই ফোরামের কোনো গল্প বিন্দুমাত্র কোনো এক্সপেকটেশন নিয়ে পড়িনা। সবসময় যে কোনো গল্প পড়ার সময় ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা থাকে যে, এই গল্প যে কোনো সময় আধুরী কাহানী হয়ে বন্ধ হয়ে যেতে পারে। সেটা মেনে নিয়েই পড়ি। নো এক্সপেকটেশন ফ্রম এনি রাইটার। এখানে সব লেখক কেউ প্যাশনের জন্য, কেউ বা শখের বসে লিখে। আর মানুষের প্যাশন বা শখ কন্সট্যান্ট কোনো বিষয় না। এটা ভেরিয়েবল। অনেকেই লেখা শুরুর পর নতুন অন্য কোনো শখের প্রতি বা প্যাশনের প্রতি ঝুঁকে গেলে গল্প লিখার প্রতি আগে যে আগ্রহ ছিলো তা হারিয়ে যেতেই পারে। খুব স্বাভাবিক। তখন তিনি গল্প অসম্পূর্ণ রেখে চলে যেতেই পারেন। সেটাই স্বাভাবিক। তবে তাকে কিছুই বলার নেই। কারণ মাইনে নিয়ে বা চুক্তিবদ্ধ হয়ে তিনি লিখতে বসেন নাই। ভালো লেগেছে লিখছেন, এখন লাগে না তাই অফ করে দিয়েছেন। এতটুকুই সিম্পল ব্যাপার।
অনেক বলবেন তাইলে পাঠকরা কি ভেসে আসছে? না ভাই, আমরাও ভেসে আসি নাই। তবে ওই যে ভোগবাদের দুনিয়া। আপনি ফ্রি তে যা পাচ্ছেন তাতে শুকরিয়া করেন। বাট না পেলে অভিযোগ করতে পারবেন না। কারণ ফ্রি তে পাচ্ছেন। কিন্তু টাকা দিয়ে যদি লেখা পড়তেন তাহলে আপনার একশ শতাংশ অধিকার ছিলো গালি দিয়ে লেখকের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ফেলবার।
সহজ একটা প্রশ্ন, সারাদিন দৌড়াদৌড়ি করে এরপর লিখতে বসলে কি কলম চলবে? আপনারাই বলেন। অখাদ্য বের হবে তখন। অমিত আজাদ এর দ্বিতীয় রিপোর্ট এর মতন হবে। বলবেন যে এতদিন গল্প কী ছিলো আর এই আপডেটে কী লিখলো। হাওয়ার উপর লিখে দিছে।।। এরকম একটা থ্রিলিং গল্প লিখতে ফ্রেশ মাইন্ড নিয়ে বসা লাগে, চিন্তা ভাবনা করতে হয় অনেক খুঁটিনাটি বিষয়। অনেক ডট মিলাতে হয়। আমরা যেমন এক বসায় গোগ্রাসে গিলে ফেলার মত পড়ে ফেলতে পারি, তেমনি উনি এক বসায় ধাপ করে লিখে ফেলতে পারেন না। অনেক শ্রম ব্যয় হয় একেক্টা আপডেট এর পেছনে। সারাদিন দৌড়াদৌড়ি করে তাও আবার বাইরের জেলায় গিয়ে ক্লান্ত শরীরে লেখার জন্য এত ধৈর্য বা শক্তি কারোরই থাকেনা।
সবকিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের শেষ নাগাদ কাদের ভাই এর কাজ শেষ হবে। উনি ঢাকা ব্যাক করবেন। এরপর স্বাভাবিকভাবেই উনি হয়তো এক দেড় দিন রেস্ট নিয়ে ধকল কাটাবেন তারপর লেখায় হাত দিবেন। সবমিলিয়ে অনুমান করা যায় আগামী ৭-১০ দিন পর বা এর মাঝে পরের আপডেট আসছে। আর যদি কাদের ভাই লেখা বন্ধ করে দিতে চান যেমনটা অনেকে বললেন বন্ধু গল্পের মত তবেও আমার কিছু বলার নেই। সুন্দর একটা ইরোটিক সাহিত্য পড়ার সৌভাগ্য হয়েছিলো এই ভেবে খুশী থাকবো। because, no expectations. তবে পাঠকদের জন্য আশার খবর এই যে, উনার সাথে কথা অল্প কিছু কথা বলার সুযোগ হয়েছে আজকে এবং সেইটুকু কথা বলে এমন কিছু মনে হয়নি যে উনি লেখা ছেড়ে দিয়েছেন। উনি আসলেই প্রচুর দৌড়াদৌড়ির উপর আছেন। সবাই একটু ধৈর্য ধরি আগামী ৭-১০ দিনের জন্য। আশা না হারাই।
Remember, hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies.
একদম ঠিক বলেছেন nusrattashnim ভাই। কাদের ভাইকে বলছি, আপনি চাকরির ব্যাস্ততা কাটিয়ে, আবার আমাদের মাঝে ফিরে আসুন। সময় নিন, কিন্তু ফিরে আপনাকে আসতেই হবে।