21-09-2023, 05:07 PM
(21-09-2023, 03:43 AM)কাদের Wrote: এই উপন্যাসের পাঠক এবং পাঠিকাগণ, আমি দুঃখিত দেরিতে উত্তর দেবার জন্য। গত সোমবার অফিসের একটা ইমার্জেন্সিতে ঢাকার বাইরে আসতে হয়েছে। আমাকে তিন ঘন্টার নোটিশে ঢাকার বাইরে আসতে হয়েছে তাই কাউকে জানান সম্ভব ছিল না। গত তিন দিনে আমি প্রায় ছয়টা জেলায় ঘুরতে হয়েছে অফিসের কাজে। তাই রাতে হোটেলে ফিরে আর এক্সপিতে ঢোকা বা কাউকে উত্তর দেবার মত এনার্জি ছিল না। আমার ইনবক্স ভরে গেছে আপনাদের মেসেজে। টেলিগ্রামেও প্রচুর মেসেজ এসেছে। আমি কাউকে আর আলাদা করে উত্তর দিচ্ছি না। এখানেই তাই সবাই কে একসাথে বলে দিচ্ছি।সমস্যা নাই ভাই, আমরা অপেক্ষা করছি।।। ধারণা ই করে নিছিলাম যে আপনি কোন ব্যস্ততায় আটকায়া গেছেন ।। আপডেটের চাইতেও বড় স্বস্তি মিললো এই ভেবে যে আপনি আছেন, ভালো আর সুস্থ আছেন।।
আমার লেখা শেষের পর্যায়ে। ব্যস্ততার জন্য শেষ অংশটাতে হাত দিতে পারছি না। সময় পেলেই লেখা শেষ করে আপডেট দিব।