20-09-2023, 04:17 AM
আপনাদের এই কথাগুলো না বললেই নয়। কত টাকা বেতন দেন লেখককে গল্প লেখার জন্য? আরে ভাই লেখক তো একজন মানুষ তাইনা তারও তো কাজ কর্ম আছে নাকি? কিছুদিন আগে লেখক বলেছেন লেখা শেষ হতে আর ৩-৪ লাগবে।তারপরের দিনই দেখলাম একজন কমেন্ট করছে এই গল্পের জন্য যারা গল্পের অপেক্ষা করতে করতে বিরক্ত তারা মুখোশ গল্প পড়তে পারেন। আজও দেখলাম এইটা সেইটা লিখেছেন অনেকে। এসব লেখা দেখলে লেখকদের গল্প লেখার প্রতি আগ্রহ থাকে না। আর এতই যখন বিরক্তি আপনাদের গল্প পড়তে আসেন কেনো। আপনারা যারা এমন বড়ো বড়ো পার্ট দিয়ে গল্প লিখে দেখান দেখি কতো পারেন। ফ্রি ফ্রি এত ভালো একটা গল্প পড়ছেন তাও এতো সমস্যা। লেখককে বেতন দিয়েন মাসে ৩০০০০ লেখক শুধু আপনাদের জন্য গল্পই লিখবে। আপনাদের এমন সব কথার জন্য ভালো ভালো লেখকরা হারিয়ে যায়। কাদের ভাই যারা আপনার গল্প পড়তে ভালোবাসে তাদের জন্য হলেও লেখেন দরকার হলে তাদের নিয়ে একটা গ্রুপ খুলে সেখানে গল্প পোস্ট করেন অন্তত এদের এমন কথা শুনতে হবে না।