19-09-2023, 01:17 PM
(This post was last modified: 20-09-2023, 09:34 AM by _master_. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-09-2023, 01:04 PM)nusrattashnim Wrote:..সবাই একটু বোঝার চেষ্টা করি।
গল্পটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটাকে আমরা খাঁদের কিনারায় দাঁড়িয়ে থাকার সাথে তুলনা করতে পারি। এখান থেকে গল্পটাকে খুব সতর্কভাবে, খুব সন্তর্পণে সামনে নিয়ে যেতে হবে। কারণ এতদিনে এত যত্ন করে এত ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় গল্প আজ এই ঝুকিপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। তাই প্রতিটা ডট খুব সুন্দরভাবে মিলিয়ে এরপর নিশ্চয়ই কাদের ভাইকে এগোতে হচ্ছে। লাস্ট আপডেট দেবার পর এক সপ্তাহ উনি অফিসের কাজে ঢাকার বাইরে থাকায় এক লাইন ও লিখতে পারেননি সেটা কিন্তু উনি বলেছেন। পরের সপ্তাহ থেকে তিনি লেখা শুরু করেছেন। সামনের শুক্রবার আসলে উনি লেখার সময় পেয়েছেন, এমন দুই সপ্তাহ পূর্ণ হবে। আর উনি আগের আপডেট গুলোতেও কিন্তু দুই থেকে আড়াই সপ্তাহ ইন্টারভাল নিয়েছেন। তাই খুব একটা সময় ও কিন্তু অতিক্রান্ত হয়ে যায়নি।
তবে কাদের ভাই এর মাঝে যেহেতু বলেছিলেন আপডেট তিন-চার দিনের ভেতরে আসবে। সেই তিন চারদিন পেরিয়ে গেছে। তাই পাঠকদের এত হাপিত্যেশ। সবার মত আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।
কাদের ভাই, এই থ্রেড আমরা যারা ফলো করি, আমরা যারা আপনার গল্প পড়ে আপনার গুনমুগ্ধ তারা কিন্তু এট লিস্ট এই সাইটে আপনার পরিবারের মতই।
আপনি একটা প্রাইভেট জব করেন। প্রাইভেট জবে বাংলাদেশে কেমন কামলার মত খাটায় তা বলার ইয়ত্তা রাখে না। তারপরও আপনি আমাদের জন্যে লিখেন সময় বের করে। তবে একটা কথা চিরন্তন সত্য। আপনার ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এর প্রাধান্য অবশ্যই এই থ্রেডের আগে। তাই আপনার স্বাভাবিক জীবনযাত্রায় যদি কোনো কারণে বর্তমান সময়ে বিঘ্ন ঘটে থাকে, যার দরুণ আপনার লেখায় এর প্রভাব পড়ছে, এমন কিছু ব্যাপার থেকে থাকলে আপনি নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি, সব পাঠক না হলেও মেজোরিটি পাঠক আপনার কথাটা বুঝবে এবং সাপোর্ট করবে৷ আপনি শুধু নীরবতা ভেঙে যেটাই হচ্ছে আমাদের বলুন কাদের ভাই। আর আপনার কাজ যতদূর এগিয়েছে তার উপর ভিত্তি করে, আপডেট এর এক্সাক্ট ডেট না দিয়ে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিতে পারেন ভাই যে এত তারিখের মধ্যে আপডেট আসবে। তাহলে পাঠকদের ভিতরের অশান্তি ও দূর হবে।
সুখের দিনে আপনার পাশে থাকলে দু:খের দিনেও আপনার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব প্রিয় ভাই