17-09-2023, 01:04 AM
(This post was last modified: 17-09-2023, 01:08 AM by nusrattashnim. Edited 1 time in total. Edited 1 time in total.)
অঘটনঘটন পটীয়সী গল্পের জাদুকরী লেখকের আজ ১০০০ তম রেপু পূর্ণ হলো। কাজের ফাঁকেও সময় বের করে পাঠকগণকে আনন্দ ও বিনোদন দেবার জন্য এত শ্রম দিয়ে এত অসাধারণ একটা গল্প লেখা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। আর যারা লিখতে পারেন, তাদের মধ্যে অনেকেই একটা সময় পর মাঝপথে চলে যান বা গতি স্লো করে দেন। কিন্তু ব্যতিক্রম আমাদের প্রিয় কাদের ভাই যিনি গল্পটা শুরু করার পর স্বল্প থেকে মাঝারি বিরতিতে সবসময়ই আপডেট দিয়ে গেছেন। কখনো দীর্ঘ বিরতি এই গল্পে এখন পর্যন্ত পড়েনি। এজন্য আমরা পাঠকরা কৃতজ্ঞ আপনার কাছে কাদের ভাই। এভাবেই কন্টিনুয়াস লিখে এই মাস্টারপিস গল্পটা শেষ করে তারপর ই ছুটি নিবেন, তার আগে অবশ্যই নয় সেই কামনাই করছি। আবারো ১০০০ রেপুর জন্য অভিনন্দন। আশা রাখি, এই উপন্যাস শেষ হতে হতে দু হাজার হয়ে যাবে এই সংখ্যা। শুভকামনা ভাই এবং সবশেষে সারকথা, তাড়াতাড়ি ফুফু শ্বাশুড়ির এতদিনে যা দেনা জমেছে মাহফুজের কাছে, তার সব সুদে-আসলে কড়ায় গণ্ডায় পুষিয়ে দিতে দেখতে চাই। আপডেট টা যত দ্রুত সম্ভব দিন ভাই।
রাত পোহাবার আর কত দেরী, পাঞ্জেরি???