09-09-2023, 10:02 PM
(31-08-2023, 12:38 PM)sabbirsajib Wrote: আপনার লেখা পড়ে মাঝে মাঝেই হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। অপূর্ব আপনার লেখনি। যেন পানি পান করেও তৃষ্ণা থেকে যায়। আপনার সুস্থতা ও কর্মক্ষেত্রে সাফল্য কামনা করছি। আশা করছি, উপন্যাসটি সম্পূর্ণ পড়তে পারব। কিছু লেখকদের মতো writer's block এ পরতে না হয় যেন।
ধন্যবাদ পড়ার জন্য। আশা করি রাইটার ব্লক ধরবে না। আপাতত আমার লেখার সবচেয়ে বড় বাধা কর্মজীবনের ব্যস্ততা। একটা পর্ব লিখতে গেলে অফিসের সময়ের বাইরে বাকি সময়টা এই লেখা নিয়ে বসে থাকতে হয়। সেটাও একটা সমস্যা। এই সব ব্যস্ততার মাঝে যখন ২৪ আপডেট দিতে পেরেছি। আশা করি সামনের আপডেট গুলোও একটু দেরি হলেও এর মাঝে দিতে পারব।