09-09-2023, 12:45 AM
(06-09-2023, 12:20 AM)Pajaro.Libre Wrote: উত্তর দেয়া না দেয়া কোনো বড় ব্যাপার না। যেকোন উপন্যাসে এই রকম কিছু মন্তব্য থাকবেই।
আর আপনি যেহেতু ভুল দেশে জন্ম নিয়েছেন যেখানে মেইনস্ট্রিম উপন্যাস লিখেও ঠিক মত উপার্জন করা যায় না, তাই এই ব্যস্ততা থাকবেই, আসা করি এই মধ্যে থেকেই নিয়ম করে লেখার সময় বের করে নিতে পারবেন।
সাহিত্যের গন্ডি কি দেশের এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সাহিত্যে কেউ উপার্জনের জন্য করেনা।
সংখ্যাগরিষ্ঠ সাহিত্যিক অভাবের সাথেই বেড়ে উঠেছিল।
কেউ কখনো ভুল দেশে জন্ম নেয় না। সৌভাগ্য এটাই যে, এ দেশে জন্ম হয়েছে।
"যাহা বলি নাই,
তাহাই বলিতে চাই"