08-09-2023, 06:34 PM
‘বন্ধু’ খুজতে খুজতে এইটা পাওয়া। কমতো আর গল্প পড়িনি, বর্তমানে এই জনারে আপনি সেরা লেখক। এমন অসম্ভব সিচুয়াশেন বানিয়ে তার সমাধান করা। সাথে মনস্থাতিক বিশ্লেষণ। সত্যি অসাধারণ। শুধু মাহফুজ না পাঠকও প্রেমে পড়ে যাচ্ছে ক্যারেক্টারগুলোর। মাহফুজকে আমার মাসুদ রানার মতন মনে হচ্ছে। একজনের সাথে একাধিক বার মিলন এবং প্রতিবারই অসাধারণ বর্ণনা ! এইটা খুব রেয়ার।
আপনি মূলধারার গল্প-উপন্যাসও চেষ্টা করুন, এমন সাবলিল লেখনী খুব একটা চোখ পড়েনা। পাবলিসার না পেলে আমাকে নক দিবেন।
‘বন্ধু’ শেষ হবে কবে তার অপেক্ষায় রইলাম।
আপনি মূলধারার গল্প-উপন্যাসও চেষ্টা করুন, এমন সাবলিল লেখনী খুব একটা চোখ পড়েনা। পাবলিসার না পেলে আমাকে নক দিবেন।
‘বন্ধু’ শেষ হবে কবে তার অপেক্ষায় রইলাম।