06-09-2023, 12:20 AM
(04-09-2023, 08:44 AM)কাদের Wrote: যদিও খুব ব্যস্ততার মাঝে আছি তাও মনে হল আপনার প্রশ্নের উত্তরটা দিই। আরেকজন সম্ভবত এই প্রশ্নটা তুলেছেন অন্য একটা মন্তব্যে। ফ্লোরার অভিজ্ঞ চোখে এই ব্যাপারটা ধরা পড়ার কথা না কারণ এইখানে একটা ব্যাপার আছে যেটা আমি বিভিন্ন পর্বে ইংগিত দিয়েছি। নুসাইবার বয়স চল্লিশ যাকে দেখতে আর কম বয়স্ক লাগে। এক পর্বে আমি সরাসরি বলেছি ওকে দেখতে ৩০/৩২ এর মত লাগে। আবার মাহফুজের বয়স আমি দেখিয়েছি ৩০/৩১ এর মত। ফলে নুসাইবা কে কম বয়সী দেখানো এবং মাহফুজ কে তার বয়সী দেখালে খালি চোখে এই ব্যাপারটা চোখে পড়বে না। আর যদি প্রশ্ন উঠে ৩০/৩১ বছর বয়সী দুই জনের কি ১৫ বছরের সংসার হতে পারে কিনা। সেটাও আসলে এই পর্বে ইংগিত দিয়েছি। মাহফুজ ইজ প্রিটেন্ডিং এজ নুসাইবার হাজব্যান্ড। ফলে যখন ফ্লোরার কাছ থেকে শিডিউল নিয়েছে সেখানে ফ্লোরা কে বলেছে তাদের বয়স। এবং ফ্লোরা অনুমানে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফ দুই জন কে কম বয়সী মনে হয়। দেখবেন কয়েক জায়গায় ফ্লোরা এই কথা টা বলেছে যে নুসাইবা এবং মাহফুজ দুই জনেই হ্যান্ডসাম। হয়ত এই ব্যাপারটা আর বিস্তারিত লিখা উচিত ছিল তবে আমার ধারণা ছিল পাঠক ব্যাপারটা ধরতে পারবে। পরে কখনো এডিট করলে তাহলে মিটিং ফিক্স করার জায়গায় আর এক প্যারা যোগ করে দিব, এইবার আর ইংগিত নয় যেন ভাল করে বুঝা যায় চরিত্রগুলো কি ভাবছে। ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আশা করি উত্তর দিতে পেরেছি।
উত্তর দেয়া না দেয়া কোনো বড় ব্যাপার না। যেকোন উপন্যাসে এই রকম কিছু মন্তব্য থাকবেই।
আর আপনি যেহেতু ভুল দেশে জন্ম নিয়েছেন যেখানে মেইনস্ট্রিম উপন্যাস লিখেও ঠিক মত উপার্জন করা যায় না, তাই এই ব্যস্ততা থাকবেই, আসা করি এই মধ্যে থেকেই নিয়ম করে লেখার সময় বের করে নিতে পারবেন।