31-08-2023, 05:27 AM
অসাধারণ, পড়তে পড়তে কই হারিয়ে গেছি বুঝতেই পড়ি নাই। তবে তৃপ্তি মেটে নাই, আরো হলে ভালো হতো মনে হচ্ছে। অথচ এখানে প্রায় ২০৫০০ ওয়ার্ড আছে। "নুসাইবা আর মাহফুজ কে ওর হিংসা হয়।" লাইনটা দিয়ে ফ্লোরার পরবর্তী অবস্থা ভালোভাবেই বুঝানো হয়েছে। তবে নুসাইবা তার স্বাভাবিক গুণাবলীর কারণে মনে হয় না এখনি নিজেকে ছেড়ে দেবে। কাহিনী অনেক সুন্দর চলছে, সবগুলো চরিত্র ধীরে ধীরে আসা শুরু করেছে। পরবর্তীতে কাহিনী আরো ভালো হবে বলে আশা করি। তবে সিনথিয়াকে নিয়েও কিছু লেখা লাগতো/লাগবে, সে কই আছে, কি করতেছে, মাহফুজের মত কোনো সম্পর্কে জড়িয়ে গেছে নাকি ইত্যাদি। গল্পের মেইন নায়িকাকে নিয়ে কিছু না লিখলে সে অপরিচিত থেকে যাবে। মাঝে মাঝেই ওকে নিয়ে দুয়েকটা প্যারা (মোবাইলে কথা বলা না) লিখলে আরো ভালো লাগতো।