29-08-2023, 12:04 PM
(27-08-2023, 01:57 PM)nusrattashnim Wrote:রেজা ভাই, প্রথমত মূল কথা হচ্ছে এটা একটা উপন্যাস বা গল্প যেটাই বলি। বাস্তব কোনো ঘটনা না বা কোনো মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য কাহিনীর উপর বেইজ করে লিখা উপন্যাস না।
কিন্তু আমরা একটা গল্পকে তখনই হৃদয়ের অনেক কাছে স্থান দেই যখন গল্পের ঘটনাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, কী ঘটনাগুলো একের পর এক ঘটছে তা যেন চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারি এমন বাস্তবঘেষা হলে।
এই গল্পটা ঠিক এই কারণেই অন্যান্য গল্পগুলো থেকে স্পেশাল এবং স্বতন্ত্র। বাস্তব ঘটনা না হলেও একদম যেন বাস্তবঘেষা প্রতিটা কাহিনী। চোখের সামনে একের পর এক ঘটে চলেছে।
তবে সব কথার শেষ কথা কিন্তু ওই একটাই। দিন শেষে এটা একটা উপন্যাস, বাস্তবতা না। তাই আপনার মন্তব্যের প্রতি সম্মান জানিয়ে এর বিপক্ষে আমার কিছু মন্তব্য পেশ করছি৷ মাফ করবেন।
গল্পের পূর্বেকার আপডেটসমূহে লেখক একাধিক প্রচ্ছন্ন ইংগিত রেখেছেন নুসাইবা আরশাদের বাচ্চা না হবার ব্যাপারে। একটু ভালো করে পড়লেই, দেখতে ও বুঝতে পারবেন যে বাচ্চা কেন হচ্ছে না, দোষটা কার এখানে!!! নুসাইবা তার দাম্পত্য জীবনের সবচেয়ে বড় মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। জুয়া খেলা হয়তো এখন আরশাদের তরফ থেকে নুসাইবার খাওয়া ধাক্কা গুলোর মধ্যে সর্বোচ্চ। কিন্তু তার চেয়েও বড় যেই ধাক্কা যার সম্পর্কে এখনো সে অজ্ঞ, যে ধাক্কার কারণে সে জীবনে প্রথমবার অজ্ঞান হয়েছিলো, গল্পের প্রয়োজনেই সেটা অপেক্ষা করে আছে তার সামনে। এই ধাক্কা তাকে খেতেই হবে। এবং এটা গল্পের ক্লাইম্যাক্স এরই প্রয়োজনে।
চটি টাইপ চিন্তার তেমন কিছু নেই এখানে। চটি হলে সাবরিনা সাথে এত কাহিনীবিন্যাস ঘটিয়ে এরপর সেক্স হতো না। নুসাইবাকেও এত কষ্ট করে আজকে এই পর্যন্ত বাগে আনা লাগতো না। প্রথম দেখাতেই তাদের সাথে ফরফর ছরছর হয়ে যেতো সব।
তবে বাস্তবতার সাথে উপন্যাসের যে অল্প একটুখানি ফারাক অর্থাৎ যে কারণে এই উপন্যাস বাস্তব জীবনের কাহিনী না, তা আপনি টিএসসিতে সাবরিনার বডি শো অফ বা সিডাকশন, নুসাইবার সাথে এরকম ফটোসেশন, তা থেকে উপলব্ধি করতে পারবেন। এই ঘটনাগুলো উপন্যাসের প্রয়োজনে সুচারুভাবে ঘটানো হয়েছে। কিন্তু, বাস্তবতায় এমনটা একদমই ঘটে না বললেই চলে।
পার্সোনালি আমি মনে করি, একটা উপন্যাসে সবসময় হ্যাপি কন্সিকুয়েন্সেস রাখতে হবে এমন কোনো বিষয় নেই। এই গল্পের মেইন থিম মাহফুজের সাথে সিন্থিয়ার মিলন। কাহিনীর সেই শেষ স্টপেজে পৌছুতে অনেক ঘাত-প্রতিঘাত আসবেই। সেরকমই একটা সিচুয়েশনে হয়তো পড়তে পারে বা আমি বলতে পারি যে, পড়তে যাচ্ছে নুসাইবা। না চাইতেও কিন্তু আরশাদের সব অপকর্মের ভাগীদার হয়ে গেছে নুসাইবা। যেহেতু ঘুষের টাকায় কেনা জমি, ফ্ল্যাট এর অধিকাংশ মালিকানা তার নামেই। এবং আরশাদের সবচেয়ে বড় দুর্বলতার দায় (বাবা না হতে পারা) ও নুসাইবার অজান্তে নুসাইবার ঘাড়েই চেপে বসা। তাই এই সত্য উদঘাটিত হওয়া প্রয়োজন। এজন্যই তাকে আচমকা প্রেগন্যান্ট হতে হবে like a bolt from the blue এবং প্লট টুইস্ট কে পিকে নিয়ে যেতে হবে। And to mention, প্রেগন্যান্ট হলেই যে মা হতে হবে বা হয়ে যাবে এমন তো নয়। মাঝে আছে নয় মাস। সেটা লেখকের কাজ কাহিনীর প্রয়োজনে তিনি এরপর ঘটনাপ্রবাহ কোনদিকে মোড় দেওয়াবেন।
তবে আচমকা প্রেগন্যান্ট হওয়ার এই ঘটনার দরূন স্বাভাবিকভাবেই সাগরের অতল গহব্বরে যেন তলিয়ে যেতে থাকবে নুসাইবা। তার সংসার হয়তো খড়কুটোর মত ভেসে যেতে থাকবে। কিন্তু শেষমুহুর্তে আবারো বুদ্ধির জোরেই এই ক্রিটিকাল সিচুয়েশন থেকে মাহফুজই বাঁচিয়ে তুলবে নুসাইবাকে। ডুবতে থাকা নুসাইবাকে পানির উপর এনে আবার প্রানভরে শ্বাস নিতে সাহায্য করবে। তার জীবনের ক্যানভাসকে আবারো রঙে রঙিন করে তুলবে। কে জানে, এই ঝানু মাহফুজ যেভাবে নুসাইবাকে বাগিয়েছে, তার প্রয়োজনেই যেভাবে এত ঘটনার পরিপ্রেক্ষিতে নুসাইবার সংসারের আজ এই অবস্থা হয়েছে, ঠিক সেভাবেই কোনো এক তরিকায় নুসাইবার ঘুণে ধরা সংসারকেও আগের মত সুন্দর ও প্রাণচঞ্চল করে দিতে পারে।আফটার অল মাহফুজ এই গল্পের হিরো। তাই পজিটিভ্লি এভাবেও তো বিষয়টা ভেবে দেখা যায় যে, এতদিন ধরে উপর থেকে সুন্দর কিন্তু ভিতরে ফাপা নুসাইবার সংসারের ফাপা জায়গাটা মাহফুজ পরিপূর্ণ করে দিয়েছে। এখন আর কোনো খাদ নেই, কোনো অভাব নেই। নেই কোনো অপরিপূর্ণতা। আর, কলম তো আফটার অল কাদের ভাই ই চালাবে। সো, বিশ্বাস রাখতে অসুবিধা কোথায়??!!
আর নুসাইবাকে এত প্রায়োরিটি দেয়ার আরেকটা কারণ কিন্তু এই যে, পরবর্তী শিকার সাফিনার নিকট ইজি এক্সেস পাওয়ার একমাত্র চিটকোড হচ্ছে নুসাইবা।
তবে, কাদের ভাই ভিন্ন ভাবে ভাবলে হয়তো গল্প অন্যভাবে তার শেষবিন্দুতে পৌছাবে। আর যদি কাকতালীয় ভাবে আমার পথেই ভেবে থাকেন, তবে আমি ধন্য।
তবে আমার বিশ্বাস, কাদের ভাই যেভাবেই লিখবেন সেটাই পাঠকদের আরো কয়েকগুণ থ্রিল দিবে। এখন খালি আপডেটের অপেক্ষায়......
পাঠক হিসেবে আপনি চমৎকার। অনেক খুটিয়ে খুটিয়ে লেখা পড়েন। যেভাবে বিশ্লেষণ করেছেন দেখে ভাল লাগল। আপনি আমার মনে হয় চাইলে নিজেই গল্প লিখতে পারবেন। চেষ্টা করে দেখতে পারেন। কে জানে হয়ত আরেক জন ভাল লেখক পেয়ে যাব আমরা।