29-08-2023, 11:19 AM
(27-08-2023, 11:02 PM)Sarom24 Wrote: লেখক তার চিন্তা ভাবনা অনুযায়ী লিখবেন, আমরা তাকে প্রভাবিত করতে গেলে লেখাটা শধুই নষ্ট হবে। কাদের ভাইকে পরামর্শ দেওয়ার কিছু আছে বলে মনি করি না। সে যেভাবে চাইবে গল্প সেভাবেই আগাবে। অন্যরা গল্পের ভাগ্য নির্ধারণ করুক তা একেবারেই চাচ্ছি না।
পাঠক গল্প নিয়ে তাদের মতামত আলোচনা করুক। আমার খারাপ লাগে না দেখতে। কে কি ভাবছে জানতে। হয়ত আমি ভাবি নি সেরকম কোন ব্যাখ্যা তারা দিচ্ছে যেটা লজিক্যাল। এগুলো দেখতে খারাপ লাগে না। মাঝে মাঝে কিছু পাঠক তাদের দেওয়া প্লট অনুযায়ী গল্প না গেলে ইনবক্সে এসে ঝামেলা করে। এইগুলারে খালি বিরক্ত লাগে। এর বাইরে প্রত্যেক পাঠকের গল্প নিয়ে নিজ নিজ আলোচনা করলে সমস্যা নেই। আর আপনি দেখবেন যে যাই বলুক আমি গল্প আমার মত এগিয়ে নিচ্ছি। আমার নিজস্ব যে প্লট আছে সেই ধারায়। সেখানে কার সাথে মিলতে পারে আবার কার সাথে নাও মিলতে পারে।
আর আমাকে সমর্থন দেবার জন্য ধন্যবাদ।