27-08-2023, 11:02 PM
লেখক তার চিন্তা ভাবনা অনুযায়ী লিখবেন, আমরা তাকে প্রভাবিত করতে গেলে লেখাটা শধুই নষ্ট হবে। কাদের ভাইকে পরামর্শ দেওয়ার কিছু আছে বলে মনি করি না। সে যেভাবে চাইবে গল্প সেভাবেই আগাবে। অন্যরা গল্পের ভাগ্য নির্ধারণ করুক তা একেবারেই চাচ্ছি না।