19-08-2023, 09:42 PM
(19-08-2023, 09:27 PM)Bumba_1 Wrote: কথার পৃষ্ঠ কথা, তার পৃষ্টে কথা, কিন্তু স্বীকার করতে পারলে না, যে নায়কের নামটা আমারই দেওয়া। যাই হোক, এবার যে ভুলটা করে ফেলেছো সেটা তো আর শুধরে নেওয়া যাবে না, তবে এর পরেরবার থেকে একটা বিষয় খেয়াল রাখবে .. জায়গার নাম উল্লেখ করার সময় যদি কোনো বিখ্যাত নাম অর্থাৎ সবার কাছে যেটা পরিচিত সেইরকম কোনো নাম উল্লেখ করো, তাহলে সেই বিষয়ে পড়াশোনা করে তবেই উল্লেখ করবে। তা না হলে এমন একটা নাম দেবে যেটা ভীষণ আনকমন বা ওই ধরনের জায়গার নাম এই শহরে নেই। তাহলে আর কেউ কিছু বলতে পারবে না।
for your kind information ডালহৌসির ওই দিকে গঙ্গার ধারে দোতলা কোনো বসতবাড়ি নেই। যেগুলো আছে, সবগুলোই গেস্টহাউস।
হ্যাঁ নামটা আপনারই দেওয়া ।
আরে মশাই এটা গল্প । জায়গার নাম , কত কাঠা জমি , বাড়ি কি ফ্ল্যাট, কি কাজ করে ? এসবই গল্পের খাতিরে দিতে হয় , গল্পের অপ্রয়োজনীয় একটা অংশ যার সাথে আসল গল্পের কোন যোগ নাও পারে। দিতে হয় তাই দেওয়া । নিজের মত বানিয়ে নেওয়া। এসব ইগনোর করতে হয় । সবই গল্প । আমার বানানো কলকাতা এটা । জব চার্নকের বানানো নয় । তাই এই ডালহৌসি ওই ডালহৌসি নয়

❤️❤️❤️