19-08-2023, 09:08 PM
(19-08-2023, 08:18 PM)Bumba_1 Wrote: শুরুটা খুব ভালো হয়েছে একেবারে পারফেক্ট যাকে বলে। তবে ডালহাউসি চত্বরে গঙ্গার ঘাটে আড়াই কাঠা জমির উপর যার দোতলা বাড়ি রয়েছে, সে শাড়ির দোকান দিয়েছে ঠিক আছে, কিন্তু তাই বলে সেলাইয়ের কাজ করবে? যা তা একেবারে। ওই বাড়ির দাম বর্তমান বাজারে ৩০ থেকে ৪০ কোটি টাকা হবে (কিংবা হয়তো আরও বেশি)। নায়িকার বাসস্থানের আর জায়গা পেলে না বাওয়া? আর 'বিক্রম' ওটা তো আমার দেওয়া নাম। এতকিছু করার পরেও সহ-লেখক হিসেবে আমার নামটা থাকলো না তোমার মতো একজন বিখ্যাত লেখকের উপন্যাসের সঙ্গে .. এটাই আক্ষেপ থেকে যাবে আমৃত্যু।
বাড়িটা এখন বিদ্যার হলেও ওটা আসলে ওই শাশুড়ির পৈতৃক সম্পত্তি। তাই বিদ্যা ৫০ কোটির মালিক হলেও সে কিছুই করতে পারবে না । আর সেলাইয়ের কাজে খারাপ কি ?
আমার মত বিখ্যাত লেখক মানে ??? !!! আমি কবে বিখ্যাত হলাম
❤️❤️❤️