01-08-2023, 01:17 PM
(23-07-2023, 11:16 AM)skln123 Wrote: ব্যস্ততার কারণে আপনার আপডেট পড়তে দেরী হয়ে গিয়েছিলো। যাই হোক আপনার আপডেটটি এই নিয়ে বেশ কয়েকবার পড়লাম, ভাবছি আপনি ক্ষেপেছেন নাকি আমি? এতো চমৎকার যে পানু গল্প হতে পারে সেটা আপনার লেখা না পড়লে ধারণা করতে পারতাম না। প্রতিটি পর্ব তার আগের পর্বের তুলনায় চমৎকার হয় সেকারণে পরের/আগামী পর্ব পড়ার অপেক্ষায় বসে থাকতে হয়। পাঠক হয়ে এ যে কি মধুর যন্ত্রণা সেটা আমাদের মতো পাঠক হলে বুঝতে পারতেন!! পরিশেষে আপনার কলম চলতে থাকুক অবিরাম, আপনি সুস্থ্য থাকুন এবং আমাদের জন্য এরকম মনোহরণ পর্ব আরোও উপহার দেবেন এই আশা করি।
ব্যস্ততার কারণে এইবার আমারো আপডেট দিতে দেরি হয়ে যাচ্ছে। পাঠকের মনের কথা গুলো যখন শব্দে রূপান্তর হয় তখন সেটা লেখক কে কত অনুপ্রেরণা দেয় সেটা লিখে বুঝাতে পারব না। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।