31-07-2023, 04:07 AM
(30-07-2023, 08:45 PM)Mahin1ooo Wrote: Vai ar je wait korte partase na. Jani apni kaj ar moddao kosto kore laktasen. But mon mante se na. Aska or kalke ki asbe update!
আপনার কথা বুঝতে পারছি তবে আমি এই মূহুর্তে ঠিক কিছু করে উঠতে পারছি না। বাংলাদেশে এখন রাত সাড়ে তিনটা, এতক্ষণ অফিসের প্রজেক্টের কাজর রিপোর্ট টাইপ করছিলাম। এখন ঘুমাতে যাব। বুঝতেই পারছেন আগামী দুই সাপ্তাহ কেমন ব্যস্ততার ভিতর দিয়ে যাব। তার পরেও বিভিন্ন ফাক ফোকরে যা সময় পাচ্ছি সেটা লেখার কাজে লাগাচ্ছি। তবে একটানা বসতে না পারলে লেখার গতি খুব স্লো হয় কারণ লেখার মুড আসতে আসতে প্রতিবার এক্সট্রা কিছু সময় ব্যয় হয়। তবে ভাল কথা হল এই পর্বের প্রায় অর্ধেক লেখা হয়ে গেছে ব্যস্ততার মাঝেই। বাকি অর্ধেক কখন লিখতে পারব সেটা নির্ভর করছে কতটুকু সময় সামনে পাব। সিওর না বলে তাই আমি পরের পর্বের জন্য কোন ডেডলাইন দিচ্ছি না।
আর আপনার এই কমেন্টটা ছিল এই উপন্যাসের এক হাজারতম মন্তব্য। সারাদিন কাজ শেষ প্রায় মধ্যরাতে ঘুমাতে যাচ্ছি যখন তখন নিজের উপন্যাসে এক হাজার মন্তব্য দেখে আসলেই খুশি লাগছে। ভাল থাকবেন।