28-07-2023, 10:14 PM
(27-07-2023, 09:41 AM)কাদের Wrote: এই উপন্যাসের ভিউস দুই লক্ষ্যের ঘর অতিক্রম করেছে। লেখাটা যখন শুরু করি তখন টার্গেট ছিল গল্পটি শেষ হবার সময় যেন অন্তত দেড় লক্ষ্য ভিউস থাকে। সেই হিসাবে এই অর্জন প্রত্যাশা কে ছাড়িয়ে গেছে বলা যায়। যে রকম সাড়া পাব বলে ভেবেছিলাম পাঠকের কাছ থেকে সাড়া তার থেকেও অনেক বেশি পেয়েছি। বিশেষ করে গল্পটি যখন ইন্সেট, কাকোল্ড টাইপ কোন জনপ্রিয় ধারায় মধ্যে পড়ে না সেখানে নরমাল ইরোটিক ধারার এই গল্পটিতে পাঠকের সাড়া আর বেশি অভিভূত করেছে লেখক হিসেবে আমাকে।
কাহিনীর হিসাবে গল্পটি প্রায় মাঝ পর্যায়ে এসেছে। শুরুর দিকে অনেক গুলো পর্ব গল্পের টোন সেট করা আর ক্যারেকটার গুলোর মোটিভেশন সেট করতে গেছে। আস্তে আস্তে গল্প তাই এখন গতি পাচ্ছে এবং সামনে আর গতি পাবে। আশা করি পাঠকরা তখন আর বেশি আনন্দ পাবেন। আর নতুন পাঠকদের জন্য এই গল্পে প্রতি প্যারায় প্যারায় সেক্স হয়ত আপনি পাবেন না তবে গল্পের কিভাবে যৌন উত্তেজনার বৃদ্ধি করতে পারে তার একটা স্বাদ পাবেন।
সব শেষে এতদিন ধরে যেসব পাঠক নিয়মিত বা অনিয়মিত ভাবে এই লেখা পড়ছেন সবাই কে ধন্যবাদ। কারণ দুই লক্ষ্যে ভিউসের পিছনে আপনাদের অবদান অনস্বীকার্য।
এতদিন লুকিয়ে লুকিয়েই আপনার গল্প পড়েছি তার জন্য দু:খিত।তবে আজ বলতেই হচ্ছে আপনি সত্যিই অসাধারণ একজন লেখক।গল্পের ক্যারেক্টার গুলো এত সুন্দরভাবে ডেভেলপ করছেন তা সত্যিই প্রশংসনীয়।তবে একটা কথা না বলে পারছি না এখনো অনেক পাঠক আছে যারা ইরোটিক ভালবাসে যদিও বেশিরভাগই ইনসেস্ট অথবা কাকওল্ড লাভার।তবে বিষয়টা কি স্টোরি বেজড গল্প পড়তে এখনো মানুষ ভালবাসে ঠিক যেমনি বাসত পুরাতন গসিপে।আপনাদের মত আরও লেখক রা যদি ফিরে আসত তাহলে বস্তাপচা গল্পগুলো মানুষ এভয়েড করতে পারত কিন্তু এখন সিচুয়েশন এমন হইছে পাঠককূলের কাছে নাই মামার চেয়ে কানা মামা ভাল।তাই সব গল্পই ঘুরেফিরে পড়তে হচ্ছে।তবে আপনার ভক্ত হিসেবে একটা রিকুয়েস্ট যদি আপনি "বন্ধু" গল্পের লেখক হয়ে থাকেন তাহলে গল্পটি না লিখলেও একবার লিখার কথা ভাববেন।অনেক মানুষ এখনো একবার ঢু মেরে দেখে যায় ওই গল্পে আপডেট এসেছে কিনা।কারণ এখনো হৃদয়ে নাড়া দেয় গল্পের চরিত্রগুলো।শেষ পরিণতি জানতে বড্ড ইচ্ছা জাগে। শুভ কামনা নিরন্তর প্রিয় লেখক