27-07-2023, 01:39 AM
(26-07-2023, 09:06 AM)কাদের Wrote: পাঠকের হৃদয় ছোয়াই তো লেখকের চরম মোক্ষ। মানি হেইস্ট সিরিয়লাটা আমার পছন্দ। আর এই গল্প যত সামনে যাবে চরিত্র গুলো তত নিজেদের ভিতরের গোপন ইচ্ছা, লোভ, ইর্ষা নিয়ে হাজির হবে আর প্লট টুইস্ট আনবে। কেউ হবে টোকিওর মত আনপ্রেডিক্টেবল, বার্লিনের মত ধূর্ত, রিওর মত প্রেমিক, আর্তুরোর মত শঠ, ভীতু আর সুযোগসন্ধানী। আর সবশেষে তো থাকবে প্রফেসর। হৃদয়ে যার ভালবাসা কিন্তু লক্ষ্যে সে অটুট।
আশা করি এই যাত্রায় সাথে থাকবেন।
নিশ্চয় ভাই। সাথে আছি।