25-07-2023, 03:50 PM
(19-07-2023, 02:08 PM)কাদের Wrote: এই আপডেট গতকাল দেবার কথা থাকলেও একটি ব্যক্তিগত কারণে শেষ করতে পারি নি লেখাটা। তাই আজকে দিলাম। আশা করি যারা অপেক্ষা করে ছিলেন তারা পর্ব পড়ে হতাশ হবেন না। এই উপন্যাসের এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্ব।
হ্যাপি রিডিং। আর বরাবরের মত পড়ে ভাল লাগলে লাইক, কমেন্ট এবং রেপু দিন। আর লাইক রেপু দেবার সময় খেয়াল রাখবেন যদিও এটা এক পর্ব হিসেবে আসছে কিন্তু শব্দ সংখ্যার হিসেবে এটি অনেক বড় পর্ব। তাই আশা করি ভাল লাগলে বেশি করে লাইক এবং রেপু দিয়ে কষ্ট পুষিয়ে দিবেন।
এখন উন্নতমানের লেখার ভীষণ অভাব এই বাংলা বিভাগে। সত্যি কথা বলতে আপনার আর দু-একজনের লেখা পড়তেই এই ফোরামে আসি আমি। এবং বরাবরের মতোই আপনি নিরাশ করেন না আমাদেরকে। এই ভাবেই লেখা চালিয়ে যান। লাইক এবং রেপু দুটোই দিলাম।