22-07-2023, 11:46 PM
(19-07-2023, 09:19 PM)Wonderkid Wrote: জানিনা কিভাবে এত চমৎকার একটা প্লট আপনার মাথায় আসলো, প্রত্যেকটা ঘটনা বাস্তব বলে মেনে নিতে আমি বাধ্য। এত চমৎকার বর্ণনা বাস্তবিক ভাবে না ঘটলে লেখা যায় কি না, সে ধারনা আমার নাই।গল্পে মাহফুজ যখন রেগে যাচ্ছিল, সেই অনুভুতিটা আমিও পাচ্ছিলাম, আবার সাবরিনার সাথে মাহফুজের সেই রোমান্সের অনুভূতি ও পাচ্ছিলাম। সাবরিনার মাঝে কি আছে জানিনা, তবে এই সাবরিনা কে আমি নায়িকা মেনে নিয়েছি মন থেকে। হোটেলের এক্সপেরিমেন্ট টা ছিল সবচেয়ে বেস্ট, অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে এভাবে লেখা যায় না। তবে কিছু নামগত ভুল ছিল, যেমন আরশাদের জায়গায় লেখা ছিল মাহফুজ, কিন্তু এটা সব পাঠক ই বুঝে নিতে পারবে। অনেক বেশি ভালোবাসা রইল আর লাইক, রেপু।
গল্পের চরিত্রের সাথে পাঠক যখন অনুভূতির দোলাচালে দুলে সেটার থেকে সুন্দর জিনিস লেখকের জন্য হতে পারে না। আর অভিজ্ঞতা একটা আপেক্ষেক ব্যাপার