18-07-2023, 11:17 AM
(18-07-2023, 11:04 AM)papersolution Wrote: ভাই অনেকে দেখছি আপনাকে পরামর্শ দিচ্ছে গল্পে জেবাকে আনার জন্য আরো কত কিছু, ভাই আমাদের ছোটবেলার একটা ঘটনা মনে পড়তেছে হুমায়ন আহমেদের "কোথাএ কেউ নেই " নাটকে যাতে বাকের ভাইকে ফাঁসি দেয়া না হয় তার জন্য এ দেশের জনগন মিছিল করেছে প্রধানমন্ত্রী স্পেশাল অনুরোধ করেছে তার লেখক তার সিদ্ধান্ত থেকে সরে আসেন নি তিনি যেটা ভেবে রেখেছেন সেটাই করেছেন, আপনার প্রতিও অনুরোধ থাকবে আমরা যেই পরামর্শই দি না কেন আপনি যেটা ভেবে রেখেছন সেটাই করেন, এটাই একজন লেখকের সৌন্দর্য আর এতেই লেখা সুন্দর হয় আমদের মনে ঠাঁই পায়
সহমত