17-07-2023, 08:15 AM
(12-07-2023, 05:54 PM)roktim suvro Wrote: ভাই আপনার গালি খেয়ে চোর নিজেই সোজা হয়ে গেছে। গল্পের টাইটেলে আপনার নাম দিয়েছে। Btw এই পর্বটিও অসাধারণ ছিলো। চালিয়ে যান হে মহান লেখক
তথ্যের জন্য ধন্যবাদ ভাই। নির্জনমেলার মত এমন অদ্ভুত সাইট আর হয় না। পাঠকরা যেন কোনভাবেই নতুন করে রেজিস্ট্রেশন করতে না পারে তার সব বন্দোবস্ত করে রেখেছে। একশ মন্তব্য কর। একজন আমাকে স্ক্রিন শট পাঠানোর পর আমি রেজিস্ট্রেশন করে ঐ পোস্টে কমেন্ট করতে চেয়েছিলাম। ১০০ পোস্টের হ্যাপা দেখে ক্ষান্ত দিছি। তবে আপনার তথ্যের জন্য ধন্যবাদ। তবে আমার নাম দিলেও আমি আসলে বিরক্ত। একবার অন্তত আমাকে জিজ্ঞেস করতে পারত আমার লেখা শেয়ার করার আগে। যাই হোক ধন্যবাদ আপনাকে।